খেলাধূলাই একমাত্র যুব সমাজকে মাদকাশক্তি থেকে দুরে রাখতে পারে : শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান রিজু
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের গাংনগর ধ্রব্যতারা সেচ্ছাসেবী সংগঠনের এক যুগপ্রতি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও মরহুম শাহীন কবির সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট/ ২০২০ গাংনগর খেলোয়ার কল্যান সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান দেউলী ইউ পি চেয়ারম্যান আব্দুল হাই প্রধানের সভাপতিত্বে গত শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ঐতিহ্যবাহী গাংনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু তিনি বলেন, খেলাধূলাই একমাত্র যুব সমাজকে মাদকা শক্তি থেকে দুরে রাখতে পারে,বিশেষ অতিথিদের মধ্যে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কৃষি কর্মকর্তা হাসান আলী,দেউলী ইউনিয়ন জাতীয় পাটির আহব্বায়ক রায়হান আলী মাসুম,গাংনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফসিয়ার রহমান ,সোনাতলা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনোয়ারুল ইসলাম শাহীন,গাংনগর সরঃ প্রাঃ বিঃ সভাপতি খলিফা মহিতুল হাসান ,বালিকা বিঃ সভাপতি বাদশা আলম,দেউলী ইউনিয়ন আওয়ামী লীগের আহব্বায়ক বাবু তাতন চাকী অন্যান্যদের মধ্যে শাহাদৎ হোসেন মুন, কাজি নেওয়াজ শাহী প্রমূখ।উক্ত খেলায় ট্রাইব্রেকারে রংপুর পীরগঞ্জ ৪-৩ গোলে বগুড়া জেলা একাদশকে পরাজিত করে । আগামী ৬ নভেম্বর/২০২০ টুর্নামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত হবে।