ভাল খেলোয়ার হিসেবে গড়ে উঠার জন্য কঠোর অনুশীলন করতে হবে : এম পি মোশারফ হোসেন

কাহালু (বগুড়া) প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন বলেন, ভাল খেলোয়ার হিসেবে গড়ে উঠার জন্য কঠোর অনুশীলন করতে হবে। দেশের সুনাম অর্জন করা জন্য ভাল খেলার মাধ্যমে তা অর্জন করা সম্ভব। তিনি আরও বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল হাত থেকে রক্ষা করার জন্য তাদেরকে বেশি বেশি করে খেলাধুলায় উৎসহিত করতে হবে। কাহালু-নন্দীগ্রাম এলাকার যুবকদের খেলাধুলার জন্য আমি সর্বদায় পাশে থাকবো। বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়নের আড়োলা মাঠে স্পোটিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকড় ইউনিয়নের আড়োলা স্পোটিং ক্লাবের সভাপতি তৈয়বুর রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাইকড় ইউ পি চেয়ারম্যান মিটু চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আকতার, উপজেলা বিএনপির আহবায়ক ও বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, যুগ্ম আহবায়ক নেছার উদ্দিন, বিএনপিনেতা ও পাইকড় ইউ পির সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, পাইকড় ইউ পির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল লতিফ, নাছির উদ্দিন নান্নু, আলহাজ্ব আবুল কাশেম (মুঞ্জু), কালাই ইউ পির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ রফিকুল ইসলাম, বিএনপিনেতা আলহাজ্ব আব্দুল করিম, আবু তালেব সাকি, যুবদলনেতা আব্দুল মোমিন, আজাদ তালুকদার, খোকন খান, মিনু, শামীম, হাফিজার রহমান, মামুন, বগুড়া জেলা ছাত্রদলের সদস্য রাকিব ইমতিয়াজ (শাওন), ছাত্রদলনেতা মোহাম্মাদ আলী সুমন, মোস্তফা আমীর রেজওয়ান (স্বাধীন) সহ জ্জ হাজার ক্রীড়ামুদী দর্শকবৃন্দ। খেলায় টাইব্রেকারী ৫-৪ গোলে উত্তর আখরাইল একাদশ ক্লাবকে হারিয়ে চাঁনপুর একাদশ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন জাহিদুল ইসলাম। তাকে সহযোগিতা করেন শফিকুল ইসলাম বাবু ও শফি মামুন।

 

Next Post Previous Post