সরিষাবাড়ীতে ফ্রান্সবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ফ্রান্সের সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বর্জনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মহানবী হযরত মোহাম্মদকে (সাঃ) নিয়ে ফ্রান্স ব্যঙ্গচিত্র তৈরি করায় শনিবার সকাল ১০টার দিকে ‘নবী-প্রেমী মুসলিম তৌহিদি জনতা’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরিষাবাড়ী হাফেজিয়া মাদরাসার মোহতামিম আলহাজ হাফেজ মাও. মো. শহিদুল ইসলামের নেতৃত্বে বাউসি পপুলার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে কেন্দ্রীয় গোরস্থান, কেন্দ্রীয় বাস টার্নিমাল, মুক্তিযোদ্ধা সংসদ ও আরামনগর বাজার প্রদক্ষিণ শেষে সরিষাবাড়ী প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ মাও. শহিদুল ইসলাম, মুফতি নাজমুল হুদা ফয়েজি, মুফতি মো. কামরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, হাফেজ মাও. আব্দুল মালেক, হাফেজ আলী আকবর, হাফেজ জোনাইদ, মুফতি মোখলেছুর রহমান, হাফেজ মাও. সাইদুর রহমান প্রমুখ। বক্তারা ফ্রান্স সরকারকে হযরত মোহাম্মদকে (সাঃ) নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করায় মুসলিম বিশ্বের কাছে ক্ষমা প্রার্থনার দাবি এবং বাংলাদেশে ফ্রান্সের সকল পণ্য সরকারিভাবে বর্জনের আহ্বান জানান। কর্মসূচিতে বিপুল সংখ্যক মুসলমান অংশগ্রহন করে।