বগুড়ার গাবতলীতে সেচ্ছাসেবী ব্লাড গ্রুপিং মিলনমেলা ও দুস্থ্যদের খাবার বিতরন

গাবতলী ( বগুড়া) প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গতকাল বগুড়া গাবতলীর দক্ষিনপাড়া আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে সেচ্ছাসেবী ব্লাড গ্রুপিং মিলনমেলা ও দুস্থদের মাঝে খাবার বিতরন এবং সংবর্ধনা প্রদান করা হয়েছে। আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আনিছার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বগুড়া জজকোট এ.পি.পি এ্যাডঃ রফিকুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জাহানাবাদ সিনিয়র আলিম মাদরাসার প্রভাষক ফজলুল করিম, বরেন্য অতিথির বক্তব্য রাখেন আল বুশরা ইসলামী মাদরাসার অধ্যক্ষ শায়ক এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান(২) রায়হান কবীর সাধন, প্যানেল চেয়ারম্যান(১) আব্দুল আউয়াল. পরিষদের উপদেষ্টা মোস্তাফিজার রহমান, ওবাইদুল ইসলাম, প্রভাষক রাফিউল ইসলাম, মোজাফ্ফর হাসেন, এক্স কমিশনার বগুড়া নিলুফা কানিজ রেজা। আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের পরিচালক মাহমুদুল হাসান শামিমের ব্যবস্থাপনায় ও সমতা সমাজ কল্যান পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে লাংলু আব্দুল আজিজ যুব সংস্থা,ভবানীগঞ্জ সমতা সমাজ কল্যান পরিষদ,বগুড়া প্রত্যামা রক্তদান সামাজিত সংস্থা,বগুড়া অর্পন সেচ্ছাসেবী সংস্থা, ফ্রেন্ড সামাজিক সংস্থা,সম্মিলিত সামাজিক সংস্থা,মোমেনা অনলাইন রক্তদান সংগঠন,বগুড়া হেল্প ব্লাড ডোনেশন গ্রুপ, হেল্প ডোনেশন ক্লাব, নর্থ বেঙ্গল ব্লাড ডোনেশন, স্পন্দন সেচ্ছায় রক্তদান সংগঠন দুপচাচিয়া, রক্তের সন্ধানে দুপচাচিয়া,ষ্টুডেন্ট অর্গানাইজেশন বগুড়া, হাসখুশি পরিবার কালাই, প্রভাতফেরী সামাজিক সংস্থা,বাংলাদেশ অনলাইন সেচ্ছাসেবী ফোরাম, মানবসেবা রক্তদান সংস্থা গোবিন্দগঞ্জ,অর্পন ব্লাড ফোর্স সংগঠন, বন্ধুত্ব মানবসেবা সংগঠন আদর্শ ছাত্র সমাজ বগুড়া,বগুড়া ভয়েস সেচ্ছাসেবী সংগঠন, ব্লাড ডোনার্স এসোসিয়েশন,ব্লাড ব্যাক ময়মনসিংহ,ড্রিম এসোসিয়েশন দিনাজপুর, নিডফর ব্লাড দিনাজপুর,সেচ্ছাসেবক শিবগঞ্জ,বলিরচর ডিফেন্ডক্লাব গাবতলী,ফিউরিয়াজ ফাইব ক্লাব পাচপাইকা ও বন্ধু ডিজিটাল ক্লাব লাংলুহাট অংশগ্রহন করেন। অনুষ্ঠানে সেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠনগুলোকে সংবর্ধনাসহ ক্রেষ্ট প্রদান করা হয়। এবং শতাধিক দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

Next Post Previous Post