নন্দীগ্রামে গুচ্ছগ্রাম উদ্বোধন করলেন জেলা প্রশাসক

জিল্লুর রহমান রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে গুচ্ছগ্রাম উদ্বোধন করলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। ২৪ শে ফেব্রুয়ারি দুপুর ১২ টায় জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের রায়পুর চাঁনপুকুরপাড় গুচ্ছগ্রাম উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে রায়পুর চাঁনপুকুরপাড় গুচ্ছগ্রাম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, থানার অফিসার ইনচার্জ শওকত কবির, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের। এরপূর্বে বেলা ১১ টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে মাদক, জঙ্গিবাদ, গুজব, বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়াও তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Next Post Previous Post