জেএসসি রেজাল্ট ২০১৯ | জে এস সি রেজাল্ট ২০১৯ (এখানে দেখুন)

জেএসসি রেজাল্ট ২০১৯ | জে এস সি রেজাল্ট ২০১৯ (এখানে দেখুন)
#জএসস #রজলট #২০১৯ #জ #এস #স #রজলট #২০১৯ #এখন #দখন

আপনি কি জেএসসি রেজাল্ট ২০১৯ খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন। আপনি খুব সহজেই আমাদের ওয়েবসাইট থেকে জেএসসি/জেডিসি রেজাল্ট সংগ্রহ করতে পারবেন। আপনার রেজাল্ট পেতে আমাদের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সংক্ষেপে জেএসসি, বাংলাদেশের অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য প্রযোজ্য একটি গণপরীক্ষা। মাদ্রাসার ছাত্রদের জন্য প্রদানকৃত সমমানের সনদকে বলা হয় জুনিয়র দাখিল সার্টিফিকেট বা জেডিসি। এই পরীক্ষায় উত্তীর্ণদের জুনিয়র স্কুল সার্টিফিকেট প্রদান করা হয় এবং তাদের নবম শ্রেণীতে ভর্তির সুযোগ দেয়া হয়। এছাড়া এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জুনিয়র বৃত্তি প্রদান করা হবে। ২০১০ খ্রিস্টাব্দে বাংলাদেশে প্রথমবারের মতো সাধারণ স্কুল ওমাদ্রাসার ছাত্র-ছাত্রীদের জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হয়। Source: জুনিয়র স্কুল সার্টিফিকেট – উইকিপিডিয়া
আগে রেজাল্ট পেতে এখানে আপনার Board, Roll & Registration Number মন্তব্য/Comment করুন।

জেএসসি রেজাল্ট ২০১৯ বর্তমানে বাংলাদেশে আলোচিত একটি বড় বিষয়। কয়েক লক্ষ পরীক্ষার্থী এবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে। তারা সবাই পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছে। তারাই যে শুধু জেএসসি রেজাল্টের জন্য অপেক্ষা করছে তা কিন্তু নয়। তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা আজ জেএসসি রেজাল্ট ২০১৯ নিয়ে আলোচনা করবো। বিস্তারিত জানতে আমাদের পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।

জেএসসি শব্দের সম্পূর্ণ অর্থ হলো জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা। ৮ম শ্রেণীর পড়াশোনা শেষ করে যে সার্টিফিকেট পাওয়া যায় তাই হলো জেএসসি সার্টিফিকেট। ৯ম শ্রেণীতে ভর্তি হতে হলে সবাইকেই জেএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করা লাগে। ২০১০ সাল হতে প্রতিবছর নভেম্বর মাসে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।চলুন দেখে আসি জেএসসি পরীক্ষা ২০১৮ এর কিছু তথ্যঃ

১লা নভেম্বর জেএসসি পরীক্ষা শুরু হয়ে চলে ১৫ই নভেম্বর পর্যন্ত। এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ পরীক্ষার্থী অংশে নেয়। তার মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ ছাত্রী এবং ১২ লাখ ২৩ হাজার ৭৩২ ছাত্র। ছাত্রদের থেকে এবার ২ লাখ ২২ হাজার ৮৬৯ জন ছাত্রী বেশি। দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দুই হাজার ৯০৩টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ গ্রহন করেন।
আগে রেজাল্ট পেতে এখানে আপনার Board, Roll & Registration Number মন্তব্য/Comment করুন।

জেএসসি রেজাল্ট সাধারণত ডিসেম্বর মাসের ৩০ বা ৩১ তারিখে প্রকাশিত হয়। তবে এবছর যেহেতু ১১তম জাতীয় নির্বাচন, সেজন্য জেএসসি রেজাল্ট প্রকাশের তারিখে সামান্য পরিবর্তন হতে পারে। রেজাল্ট প্রকাশিত হবে 24 ডিসেম্বর 2018।

রেজাল্ট প্রকাশিত হলে আপনি অনায়াসে আমাদের ওয়েবসাইট হতে আপনার রেজাল্ট জানতে পারবেন। রেজাল্ট জানার আগে চলুন জেএসসি পরীক্ষা ২০১৮ সম্পর্কে কিছু তথ্য জেনে আসি।

জেএসসি ফলাফল ২০১৮ প্রকাশিত হয়েছে। খুব সহজে এখান থেকে জেএসসি ফলাফল ২০১৮ সংগ্রহ করতে পারবেন। প্রতিবছর জেএসসি রেজাল্টের দিন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে ফলাফল হস্তান্তর করেন।

জেএসসি ফলাফল ২০১৯

প্রতিবছরের ন্যায় এবারো সকালে তিনি প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দিবেন। তারপর শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শিক্ষাবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটঃ https://ift.tt/1sl4HQ8

আপনি বিভিন্নভাবে জেএসসি রেজাল্ট জানতে পারবেন। নিচে সবচেয়ে জনপ্রিয় কয়েকটি উপায় বিস্তারিত আলোচনা করা হলো।

স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেজাল্ট সংগ্রহ করতে পারবেন। নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে রেজাল্ট সংগ্রহ তুলনামূলক কঠিন। কারণ, এখানে আপনাকে স্ব শরীরে গিয়ে রেজাল্ট জেনে আসা লাগবে। রেজাল্ট প্রকাশের পর শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের সকল রেজাল্ট সংগ্রহ করে। তারপর তা প্রিন্ট করে বিদ্যালয়ের নোটিশ বোর্ডে টাঙিয়ে রাখে।

ছাত্রছাত্রীদের তালিকা থেকে নিজের রোল খুঁজে বের করতে হয়। এটা অনেকটা ঝামেলার এবং শ্রমসাধ্য। বর চেয়ে সহজ দুটি পদ্ধতি নিচে আলোচনা করছি। এখন আমরা কথা বলবো, কিভাবে মোবাইল এসএমএস এর মাধ্যমে জেএসসি রেজাল্ট জানতে হবে তা নিয়ে।

আপনি মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে জেএসসি রেজাল্ট সংগ্রহ করতে পারেন। রেজাল্ট প্রকাশের দিন দুপুর একটার পর থেকে মোবাইল ফোনে এসএমএস পাঠানোর মাধ্যমে এর মাধ্যমে জেএসসি রেজাল্ট দেখা যায়।

এসএমএস এর মাধ্যমে জেএসসি রেজাল্ট ২০১৯

এজন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।

হয়ে গেল এসএমএস লেখা। এই মেসেজটি পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে।

আপনার সুবিধার্থে বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে দিচ্ছি।

সকল বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লেখার নিয়ম

আপনাদের মধ্যে অনেকেই আছে যারা পরীক্ষা শেষ এরপর থেকেই অনলাইনে জেএসসি রেজাল্ট দেখার চেষ্টা করতে থাকেন। এত আগে কি রেজাল্ট দেখা আসলেই সম্ভব? জে এস সি রেজাল্ট প্রকাশ একটি দীর্ঘ প্রক্রিয়া। কারণ প্রতি পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এতগুলো পরীক্ষার্থীর খাতা মূল্যায়ন করা এতটা সহজ কাজ নয়। খাতা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর গুলো প্রক্রিয়াজাত করা হয়। সেই নাম্বার গুলো দিয়ে অটোমেটিক গ্রেডিং করা হয়।

অনলাইনে জেএসসি রেজাল্ট ২০১৯ জানার পদ্ধতি

এর পরেই রেজাল্ট প্রকাশ করা হয়। এই কারণে পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের আগে ফলাফল প্রকাশ করা কখনোই সম্ভব হয় না। রেজাল্ট প্রকাশের কিছুদিন আগে থেকেই বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমে রেজাল্ট প্রকাশের বিষয়ে খবর প্রচারিত হতে থাকে। আপনারা যদি সেই সংবাদ দেখে নিশ্চিত হন যে আগামী এত তারিখে এতটার সময় রেজাল্ট প্রকাশিত হবে, সেই নির্দিষ্ট সময় এর পরেই রেজাল্ট সংগ্রহ করা সম্ভব। এ ব্যাপারে কোন গুজবে কান দিয়ে লাভ হবে না। এখন আসল কথায় আসি, অনলাইনে কিভাবে জেএসসি রেজাল্ট ২০১৮ জানবেন।

ডিজিটাল বাংলাদেশে এখন ঘরে বসেই অনলাইনে জেএসসি রেজাল্ট সংগ্রহ করতে পারেন। জে এস সি রেজাল্ট সংগ্রহের জন্য প্রথমে আপনাকে খা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। আমরা আপনার সুবিধার্থে খাব এটেল সাইটের ঠিকানা লিখে দিচ্ছি https://ift.tt/1sl4HQ8

এরপর শো রেজাল্ট এ ক্লিক করলেই যাবেন। কোন রেজাল্ট দেখতে চান তাহলে রিসেট অপশনে ক্লিক করে প্রক্রিয়া পুনরাবৃত্তির মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন।

জেএসসি রেজাল্ট ২০১৯ রাজশাহী বোর্ড

[adToAppearHere]

আপনি যদি রাজশাহী বোর্ডের জেএসসি/জেডিসি রেজাল্ট খুঁজে থাকেন তাহলে আপনি এখান থেকে তা সংগ্রহ করতে পারবেন। এবার রাজশাহী বোর্ড থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে 3,12,425 জন। রাজশাহী বোর্ড থেকে এবার জেএসসি পরীক্ষায় ফেল করেছে 60,2454 জন। রাজশাহী বোর্ড থেকে জেএসসি পরীক্ষায় এবার পাস করেছে মোট 2,30,004 জন। রাজশাহী বোর্ড হতে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এ প্লাস পেয়েছে মোট 10,365 জন।

রাজশাহী বোর্ডের জেএসসি/জেডিসি রেজাল্ট সংগ্রহ করার জন্য আপনাকে যা করতে হবে আর নিচে বর্ণনা করা হলো করা হলোঃ

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://ift.tt/1sl4HQ8 ভিজিট করুন।
  • তারপর জেএসসি/জেডিসি নিবার্চন করুন।
  • এবার বছর এর ঘরে ২০১৮ সিলেক্ট করুন
  • তারপরের ঘরে আপনাকে বোর্ড এর নাম নির্বাচন করতে হবে। এখান থেকে রাজশাহী বোর্ড সিলেক্ট করুন।
  • আপনার রোল নাম্বার লিখুন।
  • এরপরের ঘরে আপনার জেএসসি/জেডিসি রেজিস্ট্রেশন নাম্বার লিখুন
  • তারপরে ক্যাপচা পূরণ করুন। এজন্য বামে ঘরে পদর্শিত অংকের যোগফল লিখুন। যেমন (১+৪=৫)
  • পরিশেষে Submit বাটনে Click দিয়ে রেজাল্ট দেখুন।

SMS এর মাধ্যমে রাজশাহী বোর্ডের জেএসসি রেজাল্ট দেখার নিয়মঃ

[adToAppearHere]

যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে রাজশাহী বোর্ডের রেজাল্ট পেতে মেসেজ অপশনে গিয়ে JSC অথবা JDC লিখে স্পেস দিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: রাজশাহী বোর্ডের ক্ষেত্রে JSC RAJ 123456 2019

লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

জেএসসি রেজাল্ট ২০১৯ ঢাকা বোর্ড

আগে রেজাল্ট পেতে এখানে আপনার Board, Roll & Registration Number মন্তব্য/Comment করুন।

[adToAppearHere]

আপনি এখান থেকে তা সংগ্রহ করতে পারবেন।

ঢাকা বোর্ড থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে 5,10,232 জন।

ঢাকা বোর্ড থেকে এবার জেএসসি পরীক্ষায় ফেল করেছে 60,130 জন।

ঢাকা বোর্ড থেকে জেএসসি পরীক্ষায় এবার পাস করেছে মোট 4,10,200 জন।

ঢাকা বোর্ড হতে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এ প্লাস পেয়েছে মোট 15,362 জন।

ঢাকা বোর্ডের জেএসসি/জেডিসি রেজাল্ট সংগ্রহ করার জন্য আপনাকে যা করতে হবে আর নিচে বর্ণনা করা হলো করা হলোঃ

[adToAppearHere]

  • তারপর জেএসসি/জেডিসি নিবার্চন করুন।
  • এবার বছর এর ঘরে ২০১৮ সিলেক্ট করুন
  • তারপরের ঘরে আপনাকে বোর্ড এর নাম নির্বাচন করতে হবে। এখান থেকে ঢাকা বোর্ড সিলেক্ট করুন।
  • আপনার রোল নাম্বার লিখুন।
  • এরপরের ঘরে আপনার জেএসসি/জেডিসি রেজিস্ট্রেশন নাম্বার লিখুন
  • তারপরে ক্যাপচা পূরণ করুন। এজন্য বামে ঘরে পদর্শিত অংকের যোগফল লিখুন। যেমন (১+৪=৫)
  • পরিশেষে Submit বাটনে Click দিয়ে রেজাল্ট দেখুন।

SMS এর মাধ্যমে ঢাকা বোর্ডের জেএসসি রেজাল্ট দেখার নিয়মঃ

[adToAppearHere]

যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ঢাকা বোর্ডের রেজাল্ট পেতে মেসেজ অপশনে গিয়ে JSC অথবা JDC লিখে স্পেস দিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: ঢাকা বোর্ডের ক্ষেত্রে JSC DHA 123456 2019

লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

জেএসসি রেজাল্ট ২০১৯ চট্টগ্রাম বোর্ড

[adToAppearHere]

চট্টগ্রাম বোর্ড থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে 2.85.236 জন।

চট্টগ্রাম বোর্ড থেকে এবার জেএসসি পরীক্ষায় ফেল করেছে 70,213 জন।

চট্টগ্রাম বোর্ড থেকে জেএসসি পরীক্ষায় এবার পাস করেছে মোট 2,10,236 জন।

চট্টগ্রাম বোর্ড হতে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এ প্লাস পেয়েছে মোট 6,102 জন।

চট্টগ্রাম বোর্ডের জেএসসি/জেডিসি রেজাল্ট সংগ্রহ করার জন্য আপনাকে যা করতে হবে আর নিচে বর্ণনা করা হলো করা হলোঃ

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://ift.tt/1sl4HQ8 ভিজিট করুন।
  • তারপর জেএসসি/জেডিসি নিবার্চন করুন।
  • এবার বছর এর ঘরে ২০১৮ সিলেক্ট করুন
  • তারপরের ঘরে আপনাকে বোর্ড এর নাম নির্বাচন করতে হবে। এখান থেকে চট্টগ্রাম বোর্ড সিলেক্ট করুন।
  • আপনার রোল নাম্বার লিখুন।
  • এরপরের ঘরে আপনার জেএসসি/জেডিসি রেজিস্ট্রেশন নাম্বার লিখুন
  • তারপরে ক্যাপচা পূরণ করুন। এজন্য বামে ঘরে পদর্শিত অংকের যোগফল লিখুন। যেমন (১+৪=৫)
  • পরিশেষে Submit বাটনে Click দিয়ে রেজাল্ট দেখুন।
  • [adToAppearHere]

SMS এর মাধ্যমে চট্টগ্রাম বোর্ডের জেএসসি রেজাল্ট দেখার নিয়মঃ

যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে চট্টগ্রাম বোর্ডের রেজাল্ট পেতে মেসেজ অপশনে গিয়ে JSC অথবা JDC লিখে স্পেস দিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: চট্টগ্রাম বোর্ডের ক্ষেত্রে JSC CHI 123456 2019

লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

[adToAppearHere]

জেএসসি রেজাল্ট ২০১৯ খুলনা বোর্ড

খুলনা বোর্ড থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে 2.55.236 জন।

খুলনা বোর্ড থেকে এবার জেএসসি পরীক্ষায় ফেল করেছে 60,213 জন।

খুলনা বোর্ড থেকে জেএসসি পরীক্ষায় এবার পাস করেছে মোট 2,90,236 জন।

খুলনা বোর্ড হতে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এ প্লাস পেয়েছে মোট 5,102 জন।

খুলনা বোর্ডের জেএসসি/জেডিসি রেজাল্ট সংগ্রহ করার জন্য আপনাকে যা করতে হবে আর নিচে বর্ণনা করা হলো করা হলোঃ

[adToAppearHere]

  • জেএসসি/জেডিসি নিবার্চন করুন।
  • বছর এর ঘরে ২০১৮ সিলেক্ট করুন
  • খুলনা বোর্ড সিলেক্ট করুন।
  • রোল নাম্বার লিখুন।
  • এরপরের ঘরে জেএসসি/জেডিসি রেজিস্ট্রেশন নাম্বার লিখুন
  • তারপরে ক্যাপচা পূরণ করুন। যেমন (১+৪=৫)
  • পরিশেষে Submit বাটনে Click দিয়ে রেজাল্ট দেখুন।

SMS এর মাধ্যমে খুলনা বোর্ডের জেএসসি রেজাল্ট দেখার নিয়মঃ

যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে খুলনা বোর্ডের রেজাল্ট পেতে মেসেজ অপশনে গিয়ে JSC অথবা JDC লিখে স্পেস দিয়ে খুলনা শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: খুলনা বোর্ডের ক্ষেত্রে JSC KHU 123456 2019

লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

জেএসসি রেজাল্ট ২০১৯ কুমিল্লা বোর্ড

[adToAppearHere]

কুমিল্লা বোর্ড থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে 1.55.236 জন।

কুমিল্লা বোর্ড থেকে এবার জেএসসি পরীক্ষায় ফেল করেছে 20,213 জন।

কুমিল্লা বোর্ড থেকে জেএসসি পরীক্ষায় এবার পাস করেছে মোট 1,20,236 জন।

কুমিল্লা বোর্ড হতে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এ প্লাস পেয়েছে মোট 2,102 জন।

কুমিল্লা বোর্ডের জেএসসি/জেডিসি রেজাল্ট সংগ্রহ করার জন্য আপনাকে যা করতে হবে আর নিচে বর্ণনা করা হলো করা হলোঃ

  • http://www.educationboardresults.gov.bd/ ভিজিট করুন।
  • জেএসসি/জেডিসি নিবার্চন করুন।
  • ২০১৮ সিলেক্ট করুন
  • বোর্ড এর নাম নির্বাচন করতে হবে। এখান থেকে কুমিল্লা বোর্ড সিলেক্ট করুন।
  • রোল নাম্বার লিখুন।
  • আপনার জেএসসি/জেডিসি রেজিস্ট্রেশন নাম্বার লিখুন
  • বামে ঘরে পদর্শিত অংকের যোগফল লিখুন। যেমন (১+৪=৫)
  • পরিশেষে Submit বাটনে Click দিয়ে রেজাল্ট দেখুন।

SMS এর মাধ্যমে কুমিল্লা বোর্ডের জেএসসি রেজাল্ট দেখার নিয়মঃ

[adToAppearHere]

যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে কুমিল্লা বোর্ডের রেজাল্ট পেতে মেসেজ অপশনে গিয়ে JSC অথবা JDC লিখে স্পেস দিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: কুমিল্লা বোর্ডের ক্ষেত্রে JSC COM 123456 2019

লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

জেএসসি রেজাল্ট ২০১৯ বরিশাল বোর্ড

[adToAppearHere]

বরিশাল বোর্ডের জেএসসি/জেডিসি রেজাল্ট সংগ্রহ করার জন্য আপনাকে যা করতে হবে আর নিচে বর্ণনা করা হলো করা হলোঃ

  • http://www.educationboardresults.gov.bd/ ভিজিট করুন।
  • জেএসসি/জেডিসি নিবার্চন করুন।
  • ২০১৮ সিলেক্ট করুন
  • বোর্ড এর নাম নির্বাচন করতে হবে। এখান থেকে বরিশাল বোর্ড সিলেক্ট করুন।
  • রোল নাম্বার লিখুন।
  • আপনার জেএসসি/জেডিসি রেজিস্ট্রেশন নাম্বার লিখুন
  • বামে ঘরে পদর্শিত অংকের যোগফল লিখুন। যেমন (১+৪=৫)
  • পরিশেষে Submit বাটনে Click দিয়ে রেজাল্ট দেখুন।

SMS এর মাধ্যমে বরিশাল বোর্ডের জেএসসি রেজাল্ট দেখার নিয়মঃ

বরিশাল বোর্ডের রেজাল্ট পেতে মেসেজ অপশনে গিয়ে JSC অথবা JDC লিখে স্পেস দিয়ে বরিশাল শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: বরিশাল বোর্ডের ক্ষেত্রে JSC BAR 123456 2019

লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

জেএসসি রেজাল্ট ২০১৯ সিলেট বোর্ড

[adToAppearHere]

সিলেট বোর্ডের জেএসসি/জেডিসি রেজাল্ট সংগ্রহ করার জন্য আপনাকে যা করতে হবে আর নিচে বর্ণনা করা হলো করা হলোঃ

  • http://www.educationboardresults.gov.bd/ ভিজিট করুন।
  • জেএসসি/জেডিসি নিবার্চন করুন।
  • ২০১৮ সিলেক্ট করুন
  • বোর্ড এর নাম নির্বাচন করতে হবে। এখান থেকে সিলেট বোর্ড সিলেক্ট করুন।
  • রোল নাম্বার লিখুন।
  • আপনার জেএসসি/জেডিসি রেজিস্ট্রেশন নাম্বার লিখুন
  • বামে ঘরে পদর্শিত অংকের যোগফল লিখুন। যেমন (১+৪=৫)
  • পরিশেষে Submit বাটনে Click দিয়ে রেজাল্ট দেখুন।

SMS এর মাধ্যমে সিলেট বোর্ডের জেএসসি রেজাল্ট দেখার নিয়মঃ

মেসেজ অপশনে গিয়ে JSC অথবা JDC লিখে স্পেস দিয়ে সিলেট শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: সিলেট বোর্ডের ক্ষেত্রে JSC SYL 123456 2019

লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

জেএসসি রেজাল্ট ২০১৯ দিনাজপুর বোর্ড

[adToAppearHere]

দিনাজপুর বোর্ডের জেএসসি/জেডিসি রেজাল্ট সংগ্রহ করার জন্য আপনাকে যা করতে হবে আর নিচে বর্ণনা করা হলো করা হলোঃ

  • http://www.educationboardresults.gov.bd/ ভিজিট করুন।
  • জেএসসি/জেডিসি নিবার্চন করুন।
  • ২০১৮ সিলেক্ট করুন
  • বোর্ড এর নাম নির্বাচন করতে হবে। এখান থেকে দিনাজপুর বোর্ড সিলেক্ট করুন।
  • রোল নাম্বার লিখুন।
  • আপনার জেএসসি/জেডিসি রেজিস্ট্রেশন নাম্বার লিখুন
  • বামে ঘরে পদর্শিত অংকের যোগফল লিখুন। যেমন (১+৪=৫)
  • পরিশেষে Submit বাটনে Click দিয়ে রেজাল্ট দেখুন।

SMS এর মাধ্যমে দিনাজপুর বোর্ডের জেএসসি রেজাল্ট দেখার নিয়মঃ

মেসেজ অপশনে গিয়ে JSC অথবা JDC লিখে স্পেস দিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: দিনাজপুর বোর্ডের ক্ষেত্রে JSC DIN 123456 2019

লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

jsc পরীক্ষার ফলাফল দেখুন মার্কশিটসহ

[adToAppearHere]

jsc পরীক্ষার ফলাফল দেখুন মার্কশিটসহ সংগ্রহ করার জন্য আপনাকে যা করতে হবে

  • https://ift.tt/1sl4HQ8 ভিজিট করুন।
  • জেএসসি/জেডিসি নিবার্চন করুন।
  • ২০১৮ সিলেক্ট করুন
  • বোর্ড এর নাম নির্বাচন করতে হবে। এখান থেকে টেকনিক্যাল বোর্ড সিলেক্ট করুন।
  • রোল নাম্বার লিখুন।
  • আপনার জেএসসি/জেডিসি রেজিস্ট্রেশন নাম্বার লিখুন
  • বামে ঘরে পদর্শিত অংকের যোগফল লিখুন। যেমন (১+৪=৫)
  • পরিশেষে Submit বাটনে Click দিয়ে রেজাল্ট দেখুন।

৫ম শ্রেনির ফলাফল ২০১৯

মেসেজ অপশনে গিয়ে JSC অথবা JDC লিখে স্পেস দিয়ে টেকনিক্যাল শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: টেকনিক্যাল বোর্ডের ক্ষেত্রে JSC TEC 123456 2019

লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

[adToAppearHere]

জেডিসি রেজাল্ট ২০১৯ মাদ্রাসা বোর্ড

আপনি যদি জেডিসি রেজাল্ট পেতে চান তাহলে এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারেন।

জেডিসি রেজাল্ট ২০১৯

কিভাবে জেডিসি রেজাল্ট ২০১৯ দেখব?

মাদ্রাসা বোর্ডের জেএসসি/জেডিসি রেজাল্ট সংগ্রহ করার জন্য আপনাকে যা করতে হবে

  • https://ift.tt/1sl4HQ8 ভিজিট করুন।
  • জেএসসি/জেডিসি নিবার্চন করুন।
  • ২০১৮ সিলেক্ট করুন
  • বোর্ড এর নাম নির্বাচন করতে হবে। এখান থেকে মাদ্রাসা বোর্ড সিলেক্ট করুন।
  • রোল নাম্বার লিখুন।
  • আপনার জেএসসি/জেডিসি রেজিস্ট্রেশন নাম্বার লিখুন
  • বামে ঘরে পদর্শিত অংকের যোগফল লিখুন। যেমন (১+৪=৫)
  • পরিশেষে Submit বাটনে Click দিয়ে রেজাল্ট দেখুন।

[adToAppearHere]
আগে রেজাল্ট পেতে এখানে আপনার Board, Roll & Registration Number মন্তব্য/Comment করুন।

SMS এর মাধ্যমে মাদ্রাসা বোর্ডের জেডিসি রেজাল্ট দেখার নিয়মঃ

মেসেজ অপশনে গিয়ে JSC অথবা JDC লিখে স্পেস দিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে JSC MAD 123456 2019

লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

Please Note: The amount may fluctuate from the distinctive amount.

আপনি আরো পড়তে পারেন এস এস সি রেজাল্ট ২০১৯ এবং এসএসসি রেজাল্ট ২০১৯ দেখার নিয়ম

You may examine your examination finish consequence from proper right here. Click to examine your JSC Result 2019 & PSC Result 2019

নাম রোল নং রেজিস্ট্রেশন নং বোর্ড রেজাল্ট জেএসসি ২০১৯

ডিসেম্বর 31 তারিখ জেএসসি পরীক্ষা রেজাল প্রকাশিত হতে যাচ্ছে। তুমি তোমার জেএসসি পরীক্ষার রোল নাম্বার দিয়ে খুব সহজেই তোমার রেজাল্ট দেখতে পারো। সেজন্য তুমি তোমার নাম মোঃ, নাম মোছাঃ, নাম মোসাঃ, রোল নং, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নং, বোর্ডের নাম, বিভাগের নাম, জেলার নাম, উপজেলার নাম ইত্যাদির মাধ্যমে খুব সহজেই তোমার রেজাল্ট দেখতে পারো।

pec এবং jsc রেজাল্ট কবে দেবে?

Question 1: কাল কি JSC রেজাল্ট দিবে?

Question 2: কাল কি JSC রেজাল্ট 2019 দিবে?

Question 3: J.S.C পরীক্ষার রেজাল্ট কবে?

Next Post Previous Post