স্বরাষ্ট্র মন্ত্রী সাথে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ র’ সৌজন্যে সাক্ষাৎ
রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ সোমবার বিকাল ৩টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নিজ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় ফারুক আহমদ গোয়াইনঘাট উপজেলার জাফলং এবং বিছনাকান্দি পাথর কোয়ারী সহ বিভিন্ন বিষয়ে দীর্ঘ আলাপ আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে উপজেলা উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, সারাদেশের মধ্যে যে পাথর কোয়ারি রয়েছে তার মধ্যে অন্যতম সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ও বিছনাকান্দি পাথর কোয়ারি। সেই পাথর কোয়ারিতে জীবিকা নির্বাহ করে শ্রমিক-ব্যবসায়ী মিলে প্রাই কয়েক লক্ষ্য মানুষ। সেই কয়েক লক্ষ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি না করেই হঠাৎ করে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন বন্ধ করে দিয়েছে জেলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। কোয়ারি বন্ধ থাকার কারণে জাফলংয়ের লক্ষ লক্ষ শ্রমিক বেকার এবং মানবেতর জীবন যাপন করছে। শ্রমজীবী মানুষ বেকার থাকার কারণে দিন দিন বিভিন্ন অপরাধের সাথে লিপ্ত হচ্ছে বলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব কে বিষয়টি অবগত করেন। এছাড়াও পর্যটন নগরীর সার্বিক বিষয় নিয়ে মন্ত্রী মহোদয়কে অবহিত করেন। অপর দিকে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করা এবং জাফলংয়ে (ইসিএ) এলাকা বা মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞার বাহিরে শ্রমিকের মাধ্যমে পাথর উত্তোলনে সুযোগ দেয়ার জন্য মন্ত্রী মহোদয়কে বিশেষ ভাবে অনুরোধ করেন তিনি। দীর্ঘ আলোচনার পর স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জান খান কামাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদকে আস্বস্ত করে বলেন, আমি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাথে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। যাতে করে গোয়াইনঘাট উপজেলা সহ অন্য এলাকা থেকে আসা শ্রমিক ও ব্যবসায়ীরা জাতে চলতে পারে সে বিষয়ে আলোচনা করবো। এবিষয়ে গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ জানান, আজ বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সৌজন্যে সাক্ষাতের সুযোগ হয়েছে বলে স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন।