কেশবপুরে কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৩তম জন্মবার্ষিকী পালিত

এক আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে : কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন পরিষদের শনিবার বিকালে সাহিত্য কাগজ বিপ্রতীপ-এর আয়োজনে কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরনানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিপ্রতীপের সম্পাদক কবি নয়ন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল। অন্যান্যের মধ্যে আলোচনা করেন অধ্যাপক হাসেম আলী ফকির, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস দে, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা সভপাতি আশুতোষ বিশ্বাস, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন, আব্দুল মজিদ কৃষক, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য সাং®কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খাঁ, মাহমুদুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে সুকান্ত ভট্টাচার্যের রচনায় কবিতার সংগীতে শুভ সূচনা করেন তন্ময় রায়। বিশিষ্ঠ ছড়াকার রিয়াজ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তি করেন কবি হোসনেয়ারা বিউটি, তাপস বিশ্বাস, অমিত হাসান, মানব মুল প্রমুখ।



from BDJAHAN https://ift.tt/2ZcWQQ7
via IFTTT
Next Post Previous Post