গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, ছোট ভাই আটক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছুড়িকাঘাতে একজন নিহত। ১৭ আগষ্ট দিবাগত রাত ১ টার সময় এ ঘটনাটি ঘটে। ছোট ভাই ইসরাইলের ছুরিকাঘাতে  বড় ভাই ইসমাইল হোসেন (৩৭) নিহত হয়েছে। রোববার (১৮ আগস্ট) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় ইসমাইলের মৃত্যু হয়। ইসরাইল ও  ইসমাইল উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের আমজাদ
হোসেনের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে ইসরাইল ও  ইসমাইলের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার (১৭ আগস্ট) দিনগত রাত ১ টার দিকে দ্বন্দ্ব-কলোহ ইসমাইল গুরুতর আহত হয়।
এসময় দুই ভাইয়ের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে ছোট ভাই ইসরাইল বড় ভাই ইসমাইলকে উপুর্যপরী ছুরিকাঘাত করে। পরিবারের সদস্যরা ইসমাইলকে উদ্ধার করে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালের ইসমাইলের মৃত্যু হয় । তিনি আরো জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে মূল আসামী ইসরাইলকে পুলিশ আটক করে।


from BDJAHAN https://ift.tt/33L8KQS
via IFTTT
Next Post Previous Post