কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ ডেঙ্গু রুগী ভর্তি
এক আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে : কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন গৃহবধূসহ ১০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।
দেখা গেছে, গত কয়েকদিনে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে উপজেলার সাতাইশকাটি গ্রামের আব্দুল জব্বার মোল্যার ছেলে শাহিন আলম মোল্যা (২৫), চিংড়া গ্রামের আনিছুর রহমানের স্ত্রী পপি খাতুন (৩২), মূলগ্রামের গৌরঙ্গ অধিকারীর স্ত্রী মধুমিতা অধিকারী (৩০), একই গ্রামের মানিক অধিকারীর স্ত্রী কবিতা অধিকারী (৩৮), জাহানপুর গ্রামের মদন দাসের স্ত্রী শ্যামলী দাস (২৮), শ্রীফলা গ্রামের মৃত শিবুপদ দের ছেলে ব্যবসায়ি তরুন দে (৩৫), আলতাপোল গ্রামের মৃত জয়কৃষ্ণ সেনের ছেলে সনাতন সেন (৩৫), কন্দর্পপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মফিজুর রহমান (৩০), বাউশলা গ্রামের মৃত কেরামত খানের ছেলে আব্দুল জলিল (৪০) কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গু আক্রান্ত আব্দুল জলিল জানান, আমি পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় সড়কে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে জ্বরে আক্রান্ত হই। সেখান খেকে ফিরে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কথা জানতে পারি। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসানুল মিজান রুমী বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগ পরীক্ষা-নিরীক্ষার জন্য পর্যাপ্ত স্ট্রীপ রয়েছে। আক্রান্ত রোগীদের মশারির মধ্যে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
from BDJAHAN https://ift.tt/30pOr9a
via IFTTT