2021 Bengali Saree Quotes Status Caption For Instagram Facebook

2021 Bengali Saree Quotes Status Caption for Instagram Facebook
#Bengali #Saree #Quotes #Status #Instagram #Facebook

Here you will note the right Bengali saree standing, caption, quotes, poems for Instagram, and Facebook.

Saree-Quotes-Status-Caption-Bengali

Sari is a standard garment. It is a favourite and most popular garment for girls throughout the Indian subcontinent and Bangladesh. Which is particularly utilized by the women of this nation to beautify themselves.
Traditional-outfit captions for instagram for girl and boy in bengali language, saree lover bangla quotes, quotes on bengali girl, beautiful lady saree quotes in bengali, saree niye caption bangla, nil saree caption bangla, bengali caption for dp in saree, caption for bengali look, bengali saree caption for instagram,

Instagram Saree Caption In Bengali Font

কাজল আঁখি আমার নয়ন পাখি
এখনি বুঝি মেলবে ডানা
মেঘ বলে ও কাজল কি দেব তোমায় তুলনা
নয়ন যদি তাই কাজল হয়ে যায়
আমি একবার যদি চোখ তুলে চাই

Kajol ankhi amar noyon pakhi
Ekhoni bujhi melbe dana
Megh bole o kajol ki debo tomay tulona
Noyon jodi tai kajol hoye jay
Ami ekbar jodi chokh tule chai

Beautiful-Lady-Saree-Quotes-Bengali-Pic
“আমাকে দেখে কি কখনো ভেবেছো
একবারও মন দেয়া যায়
না বলে যা বলি সেই সব কথা কলি
ফুল হয়ে ফোঁটে সব বাগিচায়
মনে মনে তোমাকে যাই ছুয়ে ছুঁয়ে
আলোতে যেমন সব যায় ধুয়ে ধুয়ে
অনুভবে তুমি কি কখনো খুঁজেছ
আমাকে ফাগুনের দখিনা বায়ে
শুধু ভবি আমি যাবো তোমার বাড়ি
পরনে থাকবে লাল বেনারসি শাড়ি”

Amake dekhe ki kokhono bhebecho
Ekbaro mon deya jay
Na bole ja bolisei sob kotha koli
Ful hoye fote sob bagichay
Mone mone tomake jay chuye chuye
Alote jemon sob jay dhuye dhuye
anubhobe tumi ki kokhono khujecho
Amake faguner dokhina baaye
Sudhu bhabi ami jabo tomar bari
Porone thakbe laal benarosi saree
লাল বেনারসি শাড়ি পরে হবে আমার বিয়ে
গলায় হার কানে দুল আর পায়ে আলতা দিয়ে

Laal benarosi saree pore hobe amar biye
Golay har kane dul ar paye alta diye
এক ঝাঁক পাখি আজ মেললো ডানা
খুঁজে নিতে আকাশের শেষ সীমানা
পাহাড়ী স্বপ্নের নীল মেখে চোখে ঝিলমিল
শাড়ির আঁচল ভিজিয়ে দেয় গগন সলিল
তোমাকে আমি দেখি যত বার
ওঠে ঢেউ ভাঙ্গে কূল এবুকে আমার
হৃদয়ের সব শব্দ হয়ে যেনো স্তব্দ

Ek jhak pakhi aaj melbe dana
khuje nite akasher sesh simana
Pahari sopner nil mekhe chokhe jhilmil
Sarir achol vijiye dey gogon solil
Tomake ami dekhi jotobar
Othe dheu bhange kul ebuke amar
Hridoyer sob shobdo hoye jay jeno stobdo

______**______

“আধো ফোঁটা কলি যেনো ঠোঁটে আছে লেগে
লজ্জায় রাঙা মুখ দারুন ভালো লাগে
চোখেতে মায়ার নেশা মন যে বেসামাল
তোমার রূপের রং মশাল অঙ্গে মেখেছি
শাড়িতে তোমায় দেখে পাগল হয়েছি
বাঁকা চোখের ঈশারাতে আমি মরেছি”
লাল সাদা নীল হলদে সবুজ রঙের শাড়ির বাহারে
রিনি ঝিনি ঝিনিক সুর তুলে হেঁটে যাও শুনি আহারে
চুড়ি হয়ে তুমি বাজো এই মন থামে না কিছুতেই
কাছে এসে দূরে চলে যাও চেয়ে দেখি তুমি নেই
জীবনে প্রেম কখন আসে সে কথা কে জানে
তোমার চোখের ওই চাওনি বিধেছে এই প্রাণে
মনটা আমার আনচান করে সামলে রাখা দায়
তোমাকে আমি পারিনা ভুলতে হয়েছি অসহায়

Whatsapp Funny Saree Status Bangla

“নামটি তার অনামিকা বাঁধে চুলে ফিতা
মুচকি হাসি যখন হাসে সবাই খায় ছ্যাঁকা
চোখের ঘুম গেছে উড়ে তাকে শাড়িতে দেখে
আশায় আশায় থাকি বসে প্রহর যায় বয়ে
যেদিন তারে প্রথম দেখি চুরি গেছে আমার মন
কেউ নয় সে পাশেই থাকে আমার পড়ার একজন,

Saree-Quotes-In-Bengali-Photo
“প্রাণটা আমার আটকে গেলো ওই শাড়ির ভাঁজে
মনটা তখন উদাসী হলো তমার রূপ বাহারি সাজে

“নীল সবুজের কাঁচের চুড়ি লাল টুক টুক শাড়ি
তোমার জন্য এনেছি কিনে যাবো কুটুম বাড়ি
“হাতের চুড়ি পায়ের নূপুর ঠুন ঠুনিয়ে বাজে
কিছু বলতে যেনো চায় অঙ্গের শাড়ি
কিন্তু কইতে পারেনা লাজে
বলতে না পারা কথার জন্য মন তোমার কাঁদে
সবাইকে তুমি ভাবো আপন শুধু আমাকে বাদে

******************

“দেখে তোমার শাড়ির বাহার
আমাতে নেই আমি আর
মন ভালো লাগেনা কিছুতেই
দেখো না পেলে তোমার
স্বপ্ন কতো দুটি চোখেতে সাজিয়ে
আজ বেলাতে গেলো মনটা রাঙিয়ে

Saree Quotes For Fb in Bengali Language

যেদিন তমায় প্রথম দেখি কল্কা পারের শাড়িতে, বলবো কি আর মন মজেছে তমার দুটি আঁখিতে।

Jedin tomay prothom dekhi kolka parer sareete, bolbok i ar mon mojeche tomar duti ankhite.

শাড়ি পরে তমাকে লাগছিলো বেস ভালো, আঁধার রাতের জ্যোতি তুমি পূর্ণিমা রাতের ঝলমলে আলো।

shari pore tomake lagchilo bes bhalo, andhar rater jyoti tumi purnima rater alo.

সুন্দরি তুমি মায়াবিনী আমার মনের রানি, আলতা রাঙ্গা শাড়ি তোমার যেন মধু জামিনী।

sundori tumi mayabini amar moner rani, alto ranga Śāṛi tomar jeno modhu jamini.

মন ময়ূরী অঙ্গ তোমার ঢেউ তোলে, বাহারি রঙ্গ যেন কথা বলে, হাসিতে ঝরে পড়ে লাল গোলাপের ফুল ঝুরি, শাড়িতে তুমি লাগছ আরও অনেক বেশী সুন্দরী।

mon moyuri ongo toma dheu tole, bahari rongo jeno kotha bole, hasite jhore pore laal golaper phool jhuri,
sharite tumi lagcho onek sundori.

মায়ের মমতা, ভালোবাসা, স্নেহ, ছোটো থেকে একটু একটু করে বড়ো হওয়া পর্যন্ত “শাড়ির আঁচল” অপরিহার্য ভূমিকা রেখে এসেছে যুগ যুগ ধরে, যা কখনো ফুরাবার নয়।

শাড়ি হলো পৃথিবীর মাত্র অপরিবর্তিত পোশাক, যার এখনো কোনো পরিবর্তিন লক্ষ্য করা যায়নি।

নানান ভঙ্গিমায় শাড়ি পরিধান করা হয়ে থাকে, এতে শাড়ি পরিধানকারিনী কে দেখতেও ভিন্ন রকম লাগে।

New Sari Poem in Bengali

আকাশ সেজেছে খুশির আলোকে,
রঙের ছোঁয়া আমার মনেতে দিলো কে!
উদাসী এই হাওয়াতে চাঁদের ঐ জোছনাতে,
সবুজ এই ধরাতে নিজেকে হারাতে,
গোলাপী শাড়িতে তোমাকে দেখাতে,
পারিনা আর আমি নিজেকে ধরে রাখতে।
কুহেলী সুরভী ঝরে যে এই মনে,
সুরের মাধুরী ঝড়ে পড়ে গোপনে,
অজানা ভালো লাগাতে হারালাম কখন
পলকের স্পন্দনে উদাসী হল এই মন,
আজ ডানা মেলেছে ঐ চাঁদের জোছনা
হৃদয় আমার চায় তোমাকে কেন তা বোঝনা,
মন পাখি বলে ছোবে তো এসনা
জোছনা মাখা ঐ শীতল ছোঁয়া
অনুভবে শুধু তোমাকে পাওয়া।

Akash sejeche khushir aloke,
ronger choya amar monete dilo ke
udashi ei haoate chander oi jochonate
Sobuj ei dhorate nijeke harate
Golapi sarite tomake dekhate
Parina ar ami nijeke dhore rakhte
Kuheli shurovee jhore je mone
Surer madhuri jhore pore gopone
Ojana Bhalo lagate haralam kokhon
Poloker spondone udashi holo ei mon
Aaj dana meleche oi chader jochona
Hridoy amar chai tomake keno ta bojhona
Mon pakhi bole chobe to esona
Jochona makha oi shitol chaya
anubhobe sudhu tomake paoa.

সাঁঝ বেলাতে সাজলে তুমি
হলুদ শাড়িতে ওগো সহেলী,
মন ভোলানো ঐ হাসিতে
মন যেন গো হয় খেয়ালী
দোলন খোঁপায় কাঁপন দেখি
দন্ধ্যা তারার ঐ ফুলে,
হাল্কা হাওয়ায় নীলাম্বরীর
আঁচল খানি যায় দুলে,
কৃষ্ণা তিথির কাজল চোখে
পাইনা ভেবে আমি কূল
চাঁদনী রাতের আলো ভেবে
করে ফেলি মাঝে মাঝে ভুল।

Sanjh Belate sajle tumi
Holud sareete ogo soheli
Mon bholano oi hasite
Mon Jeno hoygo kheyali
Dolon khopay kapon dekhi
Sondhya tarar oi phoole
Halka haoar neelamborir
achol khano jay dule
Krishna tithir kajol chokhe
Paina bhebe ami kul
Chandni rater aalo bhebe
Kore feli majhe majhe bhul.

নীল শাড়ি তোমার গগন চুম্বী, আলতা রাঙ্গানো পা,
কুসুম কোমল হৃদয় তোমার, দুধে আলতা গা।

Neel shari tomar gogon chumbi, alta rangano paa
Kushum komol hridoy tomar dudhe alta gaa.

এলো যে বরষা বসন্তে সহসা
টাপুর টুপুর ঝরে সপ্ন যতো,
কে দেবে সারা যে কার ডাকে আগে
তুমিও কি ভাবছ আমার মতো।
অজানা নেশাতে নিজেরই ছায়াতে
চমকে উঠে যেন তোমায় দেখি,
আমি আছি এখানে তুমি আছো সেখানে
তবু তোমার স্পর্শ যেন গায়ে মাখি।

Elo je borosha bosonte sohosa
Tapur tupur jhore sopno joto
Ke debe sara je kar dake aage
Tumio ki bhabcho amar moto
Ojana neshate nijerei chayate
Chomke uthe jeno tomay dekhi
Ami achi ekhane tumi acho sekhane
Tobu tomar sporsho jeno gaye makhi.

এই হৃদয়ে লেখা আছে তোমারি যে নাম
আমি যে চিরদিনই শুধু তোমার ছিলাম
ভরা শ্রাবনে মধু ফাগুনে তোমাকে ভেবে ভেবে
কেটেছে আমার একলা প্রহর
তুমি ছিলেনা আশা ছিল না
এ হৃদয়ে ছিল শুধু জমা বেদনা
তোমাকে চেয়েছি আজকে তা পেয়েছি
আমার একলা পৃথিবী তাই দিয়ে সাজিয়েছি।

Ei hridoye lekha ache tomari je nam
Ami je chiro dinei sudhu tomari chilam
Bhora shrabon modhu fagune tomake bhebe bhebe
Keteche amar ekla prohor
Tumi chilena asha chilona
Ei hridoye chilo sudhu joma bedona
Tomake cheyechi ajke ta peyechi
Amar ekla prithibi tai diye sajiyechi.

এক ফালি ঐ জ্যোৎস্না দিয়ে কোন সে রূপকার
অমন করে আঁকলো যে তোমায় নেই তুলনা তার
মেঘের দোলায় চাদঁ যেন ঝর্ণা ঝরার সুর তোলে
বিজলী চমক নয়নে তোমার সপ্ত সাগর ঢেউ দোলে

Ek fali oi jotshona diye kon se rupokar
Omon kore ankolo je tomay nei tulona tar
Megher dolay chand jeno jharna jhorara sur tole
Bijli chomok noyone tomar sopto sagor dheu dole.

যুগের পরিবর্তনের সাথে সাথে ভারতবর্ষ ও বাংলার বিভিন্ন স্থানে প্যান্ট, শার্ট এর ব্যবহার বহুলাংশে বেড়েছে। কিন্তু শাড়ি তার স্থান অপরিবর্তিত রেখে চলেছে এখোনো পর্যন্ত। ভারত বর্ষের নারীদের নিয়ে একটি কথা প্রচলন আছে। আর সেই কথাটি আমরা লোক মুখে, টিভি চ্যানেলের বিজ্ঞাপনে ও বিভিন্ন গণমাধ্যমে শুনতে ও দেখতে পাই, কথাটি হলো ‘শাড়ি মানেই নারী’। এই একটি ভাষার মাধ্যমেই আমরা জানতে ও বুজতে পারি যে একটি ভারতীয় নারীকে শাড়ি কতটা সুন্দর ও সৌখিন করে তুলতে পারে। এছাড়াও যদি আমরা আরো বিস্তারিত হিসাবে শাড়ি নিয়ে গবেষণা করি দেখতে পাবো শাড়ির প্রচলন প্রাচীন যুগ থেকেই চলে আসছে। দ্রৌপদী, সীতা এদের কথা যখন উঠে আসে তখন শাড়ির মাহাত্ম্য আরও জানতে পারি।

Next Post Previous Post