Netaji Jayanti 2021 Bengali Status Quotes Wishes Greetings On 23rd Jan
Netaji Jayanti 2021 Bengali Status Quotes Wishes Greetings On 23rd Jan
#Netaji #Jayanti #Bengali #Status #Quotes #Wishes #23rd #Jan
You will uncover proper right here on the occasion of the supply anniversary of freedom fighter Netaji Subhas Chandra Bose. Netaji subhash chandra bose 100 and twenty fifth supply anniversary in bengali language, Netaji’s birthday celebration poem in bengali; subhash chandra bose bangla birthday quotes, Nētāji subhāṣacandra bōsa jaẏantī bengali wants.
Netaji jayanti bengali standing quotes wants sms
“আজকের এই দিনটিতে তোমায়
শত কোটি প্রণাম করি
দিশে হারা ভারতবাসীর
তুমি ছিলে দিশারী
পিতা জানকীনাথ মাতা প্রভাবতী
ছিলেন ইষ্ট-নিষ্ঠ ঠাকুরের ভক্ত অতি
তুমি আলোর নিশানা হাতে
জন্ম নিয়েছিলে উড়িষ্যার কটোকেতে
১৮৯৭ সালের ২৩ শে জানুয়ারী
শুভ জন্মদিন আমাদের প্রিয় নেতাজি”
Happy birthday netaji subhash chandra bose
Aajker ei dintite tomay
shoto koti pronam kori
Dishe hara bharatbasir
tumi chile dishari
Pita janokinatha mata provabati
Chilen isthi niahtho thakurer bhokto oti
Tumi alor nishan hate
Jonmo niyechile Odishar Cuttack te
1897 saler 23 se January
Subha jonmodin amamder priyo Netaji
“নেতাজি তোমায় আজও আমরা খুঁজে ফিরি
তুমি আছো কোথায়
রক্তে স্রোতে গড়া তোমার ভারতবর্ষ
আজ আবার অসহায়
মুখের মুখোশে মানুষ যায়না চেনা
সবাইকে আজ লাগে অচেনা
কেউ আসেনা জয় হিন্দ বলে
শোধ করতে মায়ের দেনা
যদি থাকো তুমি ফিরে এসো আবার
তোমার স্বাধীন এই দেশে
যে স্বাধীনতা তুমি চেয়েছিলে
পেয়েছো কি দেখো একটি বার এসে”
Netaji tomay ajo amra khuje firi
tumi acho kothay
Rokto srote gora tomar bharatbaso
Aaj abar asohay
Mukher mukhose manus jayna chena
Sobaike aj lage ochena
Keu asena jay hind bole
sodh korte tomar dena
Jodi thako tumi hearth eso abar
tomar swadhin ei deshe
Je swadhinata tumi cheyechile
Peyecho ki dekho ektibar ese
“ছোট্ট থেকে বড়ো হলে তুমি অনেক মেধাবী ছিলে
পরাধীনতার গ্লানির মশাল রেখেছিলে বুকে জ্বলে
এইতো তুমি সেদিনের ছেলে দেশপ্রেমের দামে
নিজের জীবন তুচ্ছ করেছো স্বাধীনতার নামে
ধন্য তুমি ধন্য নেতাজি ধন্য এই ভারতবাসী
তুমি বিশ্বয় চির উজ্জ্বল তোমাকেই ভালবাসি
হে বীর নেতাজি সুভাষ চন্দ্র তোমায় জানাই সেলাম
ধন্য করেছ ভারতের মাটি আমরা তোমায় পেলাম”
Chotto theke boro hole tumi onek medhabi chile
Poradhinotar glanir moshal rekhechile buke jele
Eito tumi sediner chele desopremer dame
Niker jibon tuchcho korecho swadhinatar establish
Dhonyo tumi dhonyo Netaji dhonyo ei bharatbasi
He veer Netaji Subhas Chandra tomay janai selam
Dhonyo korecho bharater mati amra tomay pelam
Subhas chandra bose jonmodin Kobita
“নব আলোকের সূর্যদয়ে ভারতের মাটিতে জন্ম নিলে
বন্দী মাকে মুক্তি দিতে দেশের নামে জীবন লিখলে
হে বীর নেতাজি তুমি কোথায় আছো সেকথা আজও অজানা
রয়েছো তুমি ভারত মাতার কোলেই কারো কথা মানিনা
এই দেশ বাসি তোমাকেই চাই তুমি যে মায়ের সন্তান
দেশপ্রেমের মাতৃ মঞ্চে তোমার কীর্তি অম্লান
তোমার জন্ম আছে মৃত্যু নেই তাইতো তুমি মহান”
Naba aloker surjyo doye bharoter matite jonmo nile
Bondi make mukti dite desher establish jibon likhle
He beer Netaji tumi kothay acho se kotha ajo ojana
Royecho tumi bharat matar kolei karo kotha manina
Ei desbashi tomakei chai tumi je mayer sontan
Desopremer marti monche tomar Kirti omlan
Tomar jonmo ache mrityu nei taito tumi mohan
“ভারতবাসী আজ করে আহ্বান
তার সাথে গেয়ে চলে মুক্তির গান
পারবেনা জানি কেউ রাখতে তোমায় বন্দী করে
ভারত মায়ের ছেলে তুমি একদিন ঠিক ফিরবে ঘরে”
Bharatbasi aaj kore ahbban
Tar sathe geye chole muktir gaan
Parbena jani keu rakhte tomay bondi kore
Bharat mayer chele tumi ekdin thik firbe ghore
“তুমি অবতার দেশের নেতা তুমি ছিলে প্রতিবাদী
করেছিলে বিদায় ব্রিটিশ শাসন যারা ছিল অপরাধী
আমরা দিন গুণী তোমার আশার প্রতীক্ষায়
তুমি হলে সবার সেরা তোমাকে হিরো মানি তাই
ফিরে এসো তুমি আমাদের মাঝে অমর নেতাজী
তোমায় পেয়ে ধন্য হবো উঠবে আবার ভারত সাজি”
Tumi obotar deser neta tumi chile protibadi
Kore chile biday British sason jara chilo oporadhi
Amra din guni tomar asar protikkhay
Tumi sobar sera tomake HERO mani tai
Fire eso tumi amader majhe omor netaji
Tomay peye dhonyo hobo uthbe abar bharat saji
Subhas Chandra Bose Bengali Birth Anniversary
“ইতিহাসে পড়ে জেনেছি তোমার কতো কাহিনী
নিজের হাতে গড়ে ছিলে তুমি আজাদ হিন্দ বাহিনী
তোমার মুখে শুনতে চাই সেই সব যুদ্ধ কাহিনী
তোমার ভাষায় তুমিই হলে যুগের অবতার
ছবি ছাড়া কি সামনা সামনি তোমায় দেখবনা আর
ঘোড়ায় চড়ে অস্ত্র হাতে ফিরে এসো আরো একটি বার”
Itihas pore jenechi tomar koto kahinee
Nijer hate gorechile tumi aajad hind bahini
Tomar mukhe shunte chai se sob juddho kahini
Tomar bhasay tumi hole juger obotar
Chobi chara ki samna samni tomay dekhbona aar
Ghoray chore ostro hate hearth eso ekti bar
“তুমি হলে সবার প্রিয় আমাদের চোখের মনি
বলে যাওয়া তোমার মহান বাণী আজও ভুলিনি
তোমরা আমাকে রক্ত দাও আমি স্বাধীনতা দেবো
জীবন দিয়ে ভারত মাতাকে শৃঙ্খল মুক্ত করবো
আজ তোমার ভারত স্বাধীন ভারত পেয়েছে তার মুক্তি
আজ তুমি নেই তাতে কি হয়েছে করে যাবো তোমার ভক্তি”
Tumi hole sobar priyo amader chokher moni
Bole jaoa tomar mohan bani ajo bhulini
Tomra amake rokto dao ami tomader swadhinata debo
Jibon diye bharat matake srinkkhol mukto korbo
Aaj tomar bharat swadhin Bharat peyeche tar mukti
Aaj tumi nei tate ki hoye kore jabo tomay bhokti
“তোমার জন্য শিখেছি চলতে পায়ে পা মিলিয়ে
তোমার উক্তি স্মরণে রেখে জীবন দেবো বিলিয়ে
তুমি হলে শত সৈনের নেতা তাইতো তুমি নেতাজী
জন্মে ছিলে আশার প্রদীপ জ্বেলে ২৩ শে জানুয়ারী”
Tomar jonno shikhechi cholte paye paa miliye
Tomar ukti smorone rekhe jibon debo biliye
Tumi hole shoto souiner neta taito tumi Netaji
Jonmechile ashar prodip jele 23 se January
Netaji jayanti speech in Bengali
মহান ব্যক্তি দের জন্ম হয় কিন্তু মৃত্যু নেই, এই কথাটি বার বার আমরা কথার মাধ্যমে শুনে থাকি, সেতো শুধু কথার কথা, কিন্তু যখন বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র বসুর কথা উঠে আসে, তখন এই কথার সত্যতা সত্যিই প্রমাণ করে,
আজও নেতাজীর মৃত্যু নিয়ে অনেক জল্পনা কল্পনা ও ধোঁয়াশা রয়ে গেছে, তিনি আজও যেনো ভারত বাসীর চোখে অমর, তিনি আজও জীবিত। নেতাজী সুভাষচন্দ্র বসু বারে বারে উঠে এসেছেন কবির কলমে, লেখকের গদ্যে, সুরকারের গানের ভাষায় ও ছন্দে, নেতাজী তুমি আজও অমর তোমায় আমরা আজও ভুলিনি।
সুভাষ চন্দ্র বোস তার জীবনে অনেক সংঘর্ষ ও হিংসার সম্মুখীন হয়ে ছিলেন, কিন্তু কখনো তিনি নিরাশ হননি, ব্রিটিশ সরকার তাকে বিরোধী বলে গ্রেফতার করে। কিন্তু তাকে ধরে রাখতে পারেনি চার দেয়ালের মধ্যে।
নেতাজী সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের প্রধান কর্ম কর্তা ছিলেন, “তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো” এই স্লোগানের মধ্যে দিয়ে তিনি সারা দেশবাসী এবং তরুণ প্রজন্মের মনের মধ্যে অনেকটা জায়গা অধিকার করে নেন। তিনি ভারতের মানুষকে বুঝতে সাহায্য করেছিলেন, একমাত্র স্বাধীনতা ছাড়া সমগ্র জাতীর উন্নতি সাধন কখনোই সম্ভব হবে না, সমগ্র ভারতবাসী সুভাষ চন্দ্র নেতাজী বলে মানতে শুরু করে।
ভারতের স্বাধীনতা সংগ্রামে যেসব মহান বীর মুক্তিযোদ্ধা দের নাম উঠে আসে তাদের মধ্যে সুভাষ চন্দ্র বোস ছিলেন অন্যতম। দেশ মাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন ভারত মায়ের নামে। যা ভারতের প্রতিটি মানুষের কাছে চির উজ্জ্বল হয়ে থাকবে যুগ যুগ ধরে।