বিশ্বনাথে করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর হচ্ছে প্রশাসন

বিশ্বনাথ প্রতিনিধি :: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নে কঠোর হচ্ছে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসন। প্রবাসী অধ্যুষিত এ শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে  উপজেলা প্রশাসন। প্রতিদিনই সচেতনমূলক প্রচার-প্রচারণা ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচির পাশাপাশি, আইন অমাণ্যকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেয়া হচ্ছে অর্থদন্ডও। স্বাস্থবিধি না মানলে, আগামী দিনে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে গিয়ে সভা-সমাবেশ না করতে ও সরকারি নির্দেশনা মেনে চলতে সবাইকে আহবান জানান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।  সূত্র জানায়, করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপে সিলেটের বিশ্বনাথেও নতুন করে শনাক্ত হন একাধিক নারী-পুরুষ। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১২ জন করোনা আক্রান্ত রোগী। সম্প্রতি করোনায় মারা যান উপজেলার মনোহরপুর গ্রামের আবুল হোসেন নামের এক ব্যক্তি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় উপজেলা প্রশাসন কঠোরভাবে সরকারি নির্দেশনা মেনে চলার জন্যে উপজেলার জন সাধারণকে আহবান জানিয়েছে।
উপজেলা ঘুরে দেখা যায়, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে হাটে-ঘাটে দৈনন্দিন সকল কার্যক্রম অব্যাহত রেখেছেন সাধারণ মানুুষ। ধর্মীয় প্রতিষ্ঠান, পাবলিক প্লেস ও হাট-বাজারের স্বাভাবিক সময়ের মতোই রয়েছে মানুষের জটলা। অধিকাংশ মাসুষের মুখে নেই মাস্ক। অযথাই ঘোরাফেরা করছেন কেউ কেউ।
এ বিষয়ে কথা হলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কামরুজ্জান বলেন, সংক্রমণ রোধে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। সরকারি নির্দেশনার ব্যতয় হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
Next Post Previous Post