বিশ্বনাথে আরও ২ জনের করোনা শনাক্ত

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় ফের উর্ধ্বমুখি করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও দুজনের। তাদের মধ্যে ২৪ বছরের একজন যুবক ও ৪৯ বছর বয়সী একজন মহিলা রয়েছেন। আজ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র।
সূত্র জানায়, ৩১ মার্চ এ দু’জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে শুরু থেকে উপজেলায় করোনা আক্রান্তদের সংখ্যা দাঁড়িয়েছে ২১১ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৯১ জন। করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৩ জন করোনা আক্রান্ত রোগী।
এ বিষয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা বলেন, ক্রমই বাড়ছে নতুন আক্রান্তের হার। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা এবং সচেতন হওয়া জরুরি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url