গোয়াইনঘাট প্রেসক্লাব এর পক্ষ থেকে মো. নজরুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান
রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ থানার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম পিপিএম কে গোয়াইনঘাট প্রেসক্লাব এর পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গোয়াইনঘাট প্রেসক্লাব উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে এম এ মতিন এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সুবাস দাসের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিলুর রহমান, তিনি বলেন, গোয়াইনঘাট সার্কেলের নজরুল ইসলাম ছিলেন, অত্যান্ত বিচক্ষণ কর্মকর্তা, তিনি কর্মকালীন সময়ে সরকারের জাতীয় নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন এবং গোয়াইনঘাটের ভূ-খন্ডে ইতিপূর্বে ঘটে যাওয়া সকল অপকর্মের সাথে সরাসরি জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে নিরলসভাবে কাজ করেছেন। পুলিশ সুপার নজরুল ইসলাম পুলিশ বিভাগের আইকন হিসেবে সকল প্রকার অপরাধ প্রবনতা দূরীকরণে লক্ষে দায়িত্ব পালনের ফলে তিনি বার বার সিলেট জেলা পুলিশের পক্ষ থেকেও শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার অর্জন করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক,সহকারী কমিশনার ভূমি একে এম নূর হোসেন নির্ঝর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল আলী মাষ্টার, সুবাস চন্দ্র পাল ছানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুজিবুর রহমান। অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুল মালিক, মোঃ মঞ্জুর আহমদ, সহ-সভাপতি ইমরান হোসেন সুমন, দপ্তর সম্পাদক রফিক সরকার, কোষাধ্যক্ষ মিনহাজ মির্জা, সদস্য হারুন অর রশীদ, মো. আলী হোসেন, দুর্গেস চন্দ্র সরকার বাপ্পি,। উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ছয়ফুল আলম আবুল, উপজেলা ছাত্রলীগ নেতা ইনসাদ হোসেন রাজীব, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রাব্বানী সুমন, ছাত্রলীগ নেতা ইমরান আহমদ, প্রমূখ।