আর-রাহমান এডুকেশন ট্রাস্টের উদ্যোগে মসজিদে ৩০ হাজার টাকা অনুদান
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের উদ্যোগে আজ সোমবার এলাহাবাদ রহমান মনজিলে রুহানী জামে মসজিদের মাটি ভরাটের জন্য ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
ইংল্যান্ড প্রবাসী আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে শুভাকাংখ্যী ইঞ্জিনিয়ার নুমান উদ্দীন চৌধুরী, ইঞ্জিনিয়ার বিলাল উদ্দীন, আবুদাবী প্রবাসী মুফতি শায়েখ জিহাদ, আর রাহমান
ও ফাতিমা আখতার নার্গিস, এবং ইমাম নুরুর রহমান,সিদ্দিকুর রহমান, এর অর্থায়নে নগদ ত্রিশ হাজার টাকা দেওয়া হয়েছে।
রুহানী জামে মসজিদ এর পরিচালক ও এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার প্রভাসক অধ্যাপক কে .এম.হরমুজ আলী আতাপুরী (MM-BA) এর হাতে হস্তান্তর করেন আর-রাহমান এডুকেশন ট্রাস্ট এর সভাপতি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা মুখলিছুর রহমান, এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার বাংলার প্রফেসার অধ্যাপক এম আলতাফুর রহমান, ও আর-রাহমান এডুকেশন ট্রাস্টের অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
হাদিস শরিফে এসেছে, পৃথিবীর মধ্যে মর্যাদাপূর্ণ স্থান হচ্ছে মসজিদ। আর সবচেয়ে নিঃকৃষ্ট স্থান বাজার। পৃথিবীর শান্তিময় সুখের জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ! এ সুখের ঘর যে নির্মান করেন, আল্লাহ তায়ালা তাদের সুখের সকল ব্যাবস্থা করে দেন।এই সময় হুজুর প্রভাসক অধ্যাপক কে .এম.হরমুজ আলী আতাপুরী (MM-BA) কথা গুল বলেন আমরা চারজনে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য উদদৌগী হয়ে সিলেট জেলার বিশ্বনাথ থানার আতাপুর গ্রামের ও সৎপুর গ্রামের মধ্যবর্তী চৌরাস্তার মোড়ে রেল পয়েন্ট যেখান দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত ,রুহানী জামে মসজিদ নামে একটি মসজিদ নির্মাণের জন্য ২.৫০ শতক ভুমি মসজিদের নামে রেজিস্টার করে দিয়েছি যার মুল্য আড়াই লক্ষ টাকা । বর্তমানে আমরা যে ক’জন উদ্দৌগ নিয়েছি আমাদের কোন ফান্ড নেই উক্ত মসজিদের মাটি ভরাটে এক লক্ষ টাকার প্রয়োজন ও মসজিদ দোতালা ফাউন্ডেশন প্রজেক্ট তৈরি ২০লক্ষ টাকা এই মসজিদটির জন্য বড় একটি অনুদান প্রয়োজন।
কেউ যদি সাহায্য করতে চান প্লিজ হেল্প করবেন। মসজিদটি নির্মাণ এ যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেতেছ্ন , তাদেরকে যেন মহান সৃষ্টিকর্তা হায়াত মউত রিজিক বরকত এবং সকল বিপদ-আপদ থেকে যেন মুক্ত রাখে। মসজিদের কোন দান বৃথা যাবেনা, পৃথিবী যে দিন ধ্বংস হয়ে যাবে সবকিছু দুমড়ে মুচড়ে ঘুরিয়ে যাবে, কিন্তু একমাত্র আল্লাহর ঘর মসজিদ দাড়িয়ে থাকবে। এবং কাল কিয়ামতের ময়দানে এই মসজিদ আপনার পক্ষে সাক্ষ্য দিবে দানের উসিলার জন্য এবং খেদমত করার জন্য।আমাদের সকলকে যেন মহান সৃষ্টিকর্তা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে আদায় করার সুস্থ তৌফিক দান করেন, সহায় হন।
আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য দ্বীনদার মুসলিম ভাই ও বোনদের প্রতি মুক্তহস্তে দান করার জন্য আন্তরিক ভাবে আহবান করা হল। রাসুলুল্লাহ সাল্লেল্লাহুআলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন।
সবাই আল্লাহর ঘরের জন্য শরীক হতে পারেন।যা সাদগায়ে যারিয়া বলে কবুল হবে ফি আমানিল্লাহ।