বিশ্বনাথে ৪ বছর পর জামায়াত নেতা গ্রেফতার

২০১২ সালে বিশ্বনাথ থানায় পুলিশ অ্যাসল্ট মামলা হয় তার বিরুদ্ধে। এর দু’বছরের মাথায় ২০১৬ সালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
পরে সোমবার বিকেলে অভিযান চালিয়ে নিজ গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মানিক উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর পূর্বপাড়া গ্রামের মৃত শাহজান মিয়ার ছেলে। এছাড়া ওই ইউনিয়ন জামায়াতের সক্রিয় নেতা হিসেবে পরিচিতি।
মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার এসআই আপ্তাবুজ্জামান রিগ্যান। তিনি বলেন, ২০১২ সালে থানায় মামলা দায়েরের পর ২০১৬ সালে জামায়াত নেতা মানিক মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর দীর্ঘ ৪বছর পর পালিয়ে ছিলেন মানিক মিয়া।