পলাশবাড়ীতে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে লাইসেন্স বিহীন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে।
আজ বুধবার (২১ অক্টোবার) পলাশবাড়ী পৌরশহরের রোজা ডায়াগনস্টিক সেন্টার, জান্নাত ডায়াগনস্টিক সেন্টার এবং নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভূমি) মোছা. মেরিনা আফরোজ।
এসময় ডায়াগনিস্টক সেন্টারগুলোতে লাইসেন্স না থাকাসহ প্রতারণমূলক বিজ্ঞাপন দিয়ে সাধারণ লোকজনদের প্রতারিত করার অপরাধে মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা আদায় করা হয়। নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ ভালো থাকায় লাইসেন্স গ্রহণের জন্য ১ মাসের সময় দেয়া হয় এবং রোজা ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম নিম্নমানের হওয়ায় সেগুলো ঠিকঠাক করে লাইসেন্স প্রাপ্তির পূর্বপর্যন্ত কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়।
অভিযান পরিচালনা কালে গাইবান্ধার সিভিল সার্জন ডাঃ আঃ মঃ আখতারুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিছুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ মুনতাসির মামুন শুভ, ডেন্টাল সার্জন ডাঃ মাহাবুব আলম ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তারগণসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

Next Post Previous Post