“বিদ্রোহী, বিদেহী আত্মা “

নূর এ সিকতা
এই পথের বুক চিরে ছুটেছি দিগ্বিদিক
ঐ সবুজের সমারোহে নীলাভ আকাশে
স্বচ্ছ জলধারার মহামিলনের সন্নিবেশিত
স্হানে, ছুটছি কেবল ছুটছি!
কিছু শব্দের সাথে শব্দ মিশিয়ে
রূপকথার গল্পের কাল্পনিক চিত্রটি নিয়ে
মহাবিশ্বের দুর্গপ্রাচীরে বেষ্টনী গড়ে
একটা কবিতা রচনা করব;
তুমি, আমি আর সবুজ
পাহাড়, সাগর, নদী
সব কিছু নিয়েই আমার কবিতা।
ন্যায়, প্রতিবাদ,হাসি,তামাশা
উগ্র জাতীয়তাবাদ অান্দোলন,
সেচ্ছাচারী, কেচ্ছা কাহিনী
সব রঙ্গে রাঙ্গিয়ে তুলব খাতা।
একটি সবুজ অরণ্যের আড়ালে
একটি শকুন, একটি বাঘ
অগণিত হায়েনার দল
উৎ পেতে রয়,
একটি কলমের আঁচড়ে
দ্বিখণ্ডিত করব সব মাথা
জন্ম দিবো একটি কবিতা
“বিদ্রোহী, বিদেহী আত্মা “।
আবারও ছুটব দ্বিধায়
নতুন কোন পথ পানে
সেই দিনও লিখব কবিতা
তুমি, আমি, আর সবুজে
পল্লবিত লাল পতাকা।

Next Post Previous Post