বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষ্যে নবাবগঞ্জে পিপি আর রোগ নির্মুলের লক্ষে বিনামুল্যে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
নবাবগঞ্জ (দিনাজপুর)থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর) : ” পিপিআর রোগের টিকা দিন ছাগল ও ভেড়া সুস্থ রাখুন” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে পিপিআর রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল এবং ভেড়ার পিপিআর রোগ নির্মূলে বিনামূল্যে পিপিআর টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার সকালে নবাবগঞ্জ উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামের বিনামূল্যে টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার। উদ্বোধন শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।
এসময় আরো বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা ভেটেরিনারী সার্জন শাফিউল ইসলাম,প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার শারমিন আজম এবং নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন নবাবগঞ্জ উপজেলা ৯টি ইউনিয়নে টিকাদান ক্যাম্পেইনে বিনামূল্যে টিকা দেয়া হবে বলে ডাঃ নাসিরুল ইসলাম জানান। নবাবগঞ্জ উপজেলার বল্লভপুর গ্রামের ঠিকাদার মোঃ মতিবুর রহমান বলেন এ টিকা নেয়ার কারনে প্রাণী সম্পদের উন্নয়ন হবে।