রাজাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূুরাল নির্মানের ভিত্তি প্রস্তুর উদ্বোধন
রাজাপুর প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ চত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূুরাল নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সাড়ে ১১টার দিকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে সাড়ে ৬ লাখ টাকা ব্যয়ে উচ্চতা ১৩ ফুট এবং প্রশস্ত ৫ ফিট এ ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান। ইউএনও সোহাগ হাওলাদারের সভাপতিত্বে উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়্যারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক, ভাইস চেয়্যারম্যান জিয়া হায়দার খান লিটন, এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, পিআইও মামুনুর রশিদ, মঠবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার, আ’লীগ নেতা রিয়াজ মাতুব্বর, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিকদার প্রমুখ।