রাজাপুরে কাপড়ের দোকানে চুরি
রাজাপুর প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে ব্যবসা প্রতিষ্ঠানের সার্টার বাঁকা করে বিতরে প্রবেশ করে দুর্র্ধষ চুরি। গতকাল দিবাগত রাতে উপজেলা সদরের থানা সংলগ্ন স্কুল মার্কেটের কালাম ক্লথ স্টোর এ চুরির ঘটনা ঘটে। কালাম ক্লথ স্টোর এর প্রোপাইটর আব্দুর রহমান জানায়, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাসায় যায়। রবিবার দিবাগত রাতের কোন এক সময় ব্যবসা প্রতিষ্ঠানের সার্টার বাঁকা করে চোরের দল ভিতরে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙ্গে তার মধ্যে থাকা নগদ ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, চুরির সাথে জড়িতদের খুঁজে বের করতে অভিযান অব্যহত রয়েছে।