গোবিন্দগঞ্জে ভুট্টা বোঝাই ট্রাক থেকে মাদক উদ্ধার, দুই ব্যক্তি আটক
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভুট্টা বোঝাই ট্রাক থেকে ১৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব। বুধবার ভোরে ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ বন্দরের হামদার্দ শোরুমের সামনে একটি ভুট্টা বোঝায় ট্রাক থেকে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়। এঘটনায় দুইজন কে আটক করা হয়েছে।
র্যাব সুত্রে জানা গেছে, র্যাব ১৩ এর একটি অভিযাত্রিক দল গোবিন্দগঞ্জ শহরের হামদার্দ শোরুমের সামনে বুধবার ভোরে সন্দেহভাজন ভুট্টা বোঝাই ট্রাকে তল্লাশি চালায়। এসময় চালকের সিটের নিচে বিশেষ ভাবে রাখা ১৯০ বোতল ফেন্সিডিল করা হয় এবং দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলো জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের উমর আলীর ছেলে আনোয়ার হোসেন (৪৫) ও দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার জালালপুর গ্রামের নুর ইসলামের ছেলে সুজন শেখ (২২)।
র্যাব ১৩ এর সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতরা চোরাচালান দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। ফেন্সিডিল গুলো বগুড়ায় পৌছে দেওয়া হচ্ছিল।