আটোয়ারীতে জাতীয় ভিটামিন‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী ও পরিকল্পনা সভা

মোঃনাজমুল হক আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ০১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন এবং উপজেলায় ক্যাম্পেইন শতভাগ বাস্তবায়নের গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। জাতীয় ভিটামিন‘এ’ ক্যাম্পেইন সফল করতে বিভিন্ন প্রচার মাধ্যমে সংবাদটি উপজেলার প্রত্যন্ত অ লের মানুষের মাঝে পৌছানোর পরিকল্পনা সম্পর্কে পরামর্শমুলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) সানজিদা সুলতানা, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর জানান, ৪ অক্টোবর হতে ১৭ অক্টোবর জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এবার উপজেলায় ৬ হতে ১১ মাস বয়সী ১,৬৫৮ জন শিশুকে নীল রঙয়ের এবং ১২ হতে ৫৯ মাস বয়সী ১৬,৩২৮ জন শিশুকে লাল রঙয়ের ভিাটমিন‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধরণ করা হয়েছে।

Next Post Previous Post