জাফলংয়ে ২শ’টি পরিবারের মাঝে জিআর চাল বিতরণ

রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : মহামারি নভেল করোনাভাইরাস ও সম্প্রতি ৬ দফায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র মানুষের কথা বিবেচনা করে সিলেটের গোয়াইনঘাটের পূর্ব জাফলংয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের (জিআর) চাল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতি (০১ অক্টোবর) বেলা ১২টায় ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ২শ’ টি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও গো-খাদ্য ২০ প্যাকেট, ৩০ প্যাকট শুকনা খাবার প্রতিটি ওয়ার্ডের মেম্বারগণ তাদের সংশ্লিষ্ট ওয়ার্ডে নামে তালিকা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে এই চাল বিতরণ করেন। এ বিষয়ে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু বলেন, দেশের জনসাধারণের খাদ্য সংকট দূরীকরণের লক্ষ্যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী প্রচেষ্টায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সহযোগীতায়, অসহায় মানুষের মাঝে প্রতিনিয়তই মানবিক ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন। উক্ত মানবিক সহায়তা বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা প্রকল্প কর্মকর্তা ও অত্র ইউনিয়নের ট্যাগ অফিসার সাইদুল ইসলাম, ইউ পি সচিব কামরুজ্জামান, ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষক আবু হানিফ, ইউপি সদস্য আব্দুল কাদির, সংরক্ষিত মহিলা মেম্বার রেজিয়া জলিল, রাবেয়া আক্তার খুকি, আতাউর রহমান আতাই, মো. শাহআলম, আব্দুর রহমান, আবুল হাসনাত, সয়েন বুনার্জি, ও ইব্রাহিম আলী প্রমুখ।
Next Post Previous Post