আত্রাইয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে নানার বাড়ি বেড়াতে এসে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মারা গেছে ইশরাত জাহান ইপ্তি(৩) । নিহত ইপ্তি বাঁকা গ্রামের ইদ্রিস আলী মৃধার মেয়ে ।
সকাল সাড়ে ১১টার সময় এঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে ইপ্তি ও তার মা নানির বাড়ি বেড়াতে এসেছে। ঘটনার সময় ইপ্তি ঘরের মধ্যে খেলা করছিল হঠাৎ বিদ্যুত ব্যবহৃত মাল্টিপ্লাগের ভেতর হাত দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুত তাড়িত হলে গোংরানির শব্দ পেয়ে মা মেনসুইচ অপ করে ইপ্তিকে উদ্ধার করে। পরে লওদুলী বাজারে স্থানীয় ডাক্তারে কাছে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ মোসলেম উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন বিষয় অত্যন্ত দুঃখ জনক।

Next Post Previous Post