মেধাবী ছাত্র হৃদয়কে বাঁচাতে এগিয়ে আসুন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলি সিপি রোডের ( উত্তর বাসুদেবপুর) গ্রামের শফিকুল ইসলাম হিরুর ছেলে হাফিজুর রহমান হৃদয় (২২) কে বাঁচাতে এগিয়ে আসুন। মেধাবী ছাত্র হৃদয় বগুড়ার (আইআইটিবি) ডিপার্মেন্ট কম্পিউটার কলেজ থেকে ডিপ্লোমা সম্পর্ণ করে। সে গত দেড়বছর যাবৎ মরণব্যাধী প্যানক্রিয়াটাইটিস রোগে আক্রন্ত হয়ে বর্তমান এনায়েতপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ছেলেকে বাঁচাতে তার বাবা-মা সংসারের সব শেষ করেও সুস্থ্য করতে পারছেন না। চিকিৎসক বলেছেন হৃদয়ের অপারেশন করতে হবে। এতে প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। তার পরিবারের এতো টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান, বিভিন্ন সংগঠন ও প্রধানমন্ত্রীর নিকট আর্থিক সাহায্য চেয়েছেন হৃদয়ের পরিবার।
হৃদযের বাবা হিরু হিলিতে জাকের পরিবহন কোচ কাউন্টারে কাজ করতো, বর্তমান কাউন্টারটি বন্ধ রয়েছে। হিলিতে ৩০০ টাকায় দৈনিক হাজিরার কাজ করেন। তারা দুই ভাই, বাবার স্বল্প আয়ে সংসার চলে কোন রকম। ২০১৫ সালে এসএসসি পাশ করে হৃদয়। পরে বগুড়া (আইআইটিবি) কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির হওয়ার সুযোগ পায় সে। ২০১৯ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্স সম্পর্ণ করে এবং ঢাকায় ইন্টার্নিও করে বাড়ি ফিরে। ভাগ্যের কি নির্মম পরিহাস, চতুরদিক থেকে আসতে শুরু করে হৃদয়ের বিভিন্ন চাকরির সুযোগ-সুবিধা। এমন সময় মরণব্যাধি রোগ প্যানক্রিয়াটাইটিস আক্রমণ করে হৃদয়কে। ছেলেকে বাঁচাতে সংসারে যা ছিলো তাই বিক্রি করে শুরু করলো ছেলেকে বাঁচানোর সংগ্রাম। আজ বাবা নিঃস্ব, আর কুলাতে পারছেন না তিনি। হইতো স্বপ্ন ভেঙে যাওয়ার সাথে সাথে ছেলেকেও হারাতে বসেছে তারা।
তাই ছেলেকে বাঁচার জন্য আজ আমি দেশের হৃদয়বান, বিত্তবান, বিভিন্ন সংগঠন ও সরকারের কাছে আর্থিক সাহায্য কামনা করছি। আর্থিক সহযোগীতার জন্য ফোন নাম্বার= ০১৭৯৩-৫৫১৭৬১
হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন জানান, হৃদয় একজন ভাল ও ভদ্র ছেলে এবং মেধাবী ছাত্র ছিলো। এতো অল্প বয়সে তাকে মরণব্যাধিতে আক্রমণ করেছে, এটা আমার মোটেই কাম্য নই। তাকে সহযোগিতার জন্য ইতিমধ্যে হিলির কয়েকটি সংগঠন বিভিন্ন স্থান থেকে অর্থ নিয়ে তার পরিবারের হাতে তুলে দিচ্ছে। আমার নিকটেও তার পরিবার এসেছে, আমি যথাসাধ্য তাদের আর্থিক সহযোগিতা করবো।

Next Post Previous Post