জাফলংয়ে যুবলীগ নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও অনলাইন এক্টিভিস্ট, যুবলীগের সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে ২৪ সেপ্টেম্বর রাতে একটি অনলাইন পত্রিকায় সীমান্ত এলাকায় কথিত চোরাচালান ও ভারতের মটরশুটি পাচারের অভিযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ৩ নং ওয়ার্ড যুবীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও অনলাইন এক্টিভিস্ট, যুবলীগের সদস্য আবুল কালাম আজাদ। তারা এক প্রতিবাদ লিপিতে জানান,তারা দুজনই ষ্টেশনারী ও মুদি দোকানের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন এবং চোরাচালানসহ এ ধরনের ঘৃন্য, সমাজ ও রাষ্ট্র বিরোধী কোন কর্মকান্ডে তারা কখনই জড়িত নই। তারা দাবি করেন তাদেরকে সামাজিক ও প্রশাসনিক ভাবে হেয় প্রতিপন্ন করতে একটি মহলের ঘৃণ্য ষড়যন্ত্র এটি। তারা তাদের বিরুদ্ধে ওই অনলাইন পত্রিকার প্রকাশিত রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, এবং প্রয়োজনে বিষয়টি তদন্তেরও দাবি জানিয়েছে তারা।
Next Post Previous Post