প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্যোগ নিয়েছে পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামীলীগ
রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও আওয়ামীলীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ৪ দিন ব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দেশব্যাপী দোয়া, খাবার বিতরণ ও প্রামান্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কর্মসূচি অংশহিসেবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্যোগ নিয়েছে পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী। আগামি ২৭ সেপ্টেম্বর রবিবার বিকেল ৩ টায় পূূূর্ব জাফলংয়ের মামার বাজার হোটেল জাফলং ইন এন্ড রেস্টুরেন্টে এক মিলাদ মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে উপস্থিত থেকে দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য বিশেষ ভাবে আমন্ত্রণ জানিয়েছেন পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক, মিনহাজুর রহমান।