বেশীটাই মরে গেছে

ছয়ফুল আলম পারুল :
আমি যেন এক নিটোল গোলাপ,
ইচ্ছেরা প্রজাপতি,
সারাদিন কানে গুনগুন বাজে
মনে জ্বালে সাঁজবাতি।
রঙে রঙে যত টুসটুসে সব
ইচ্ছেরা ডানা মেলে
আমার হৃদয়ে হালকা বাতাসে
স্বপ্নের ঝড় তোলে।
চুল থেকে নখ রাঙিয়ে আমায়
দূর মাঠে নিয়ে যায়,
ইচ্ছে তো ছিল এই সবুজেই
হেঁটে যাব খালি পায়।
ইচ্ছেরা যেন কিছুতেই আজ
ছেড়ে যাবে নাকো চলে,
স্বপ্নের রসে ভিজিয়ে ভিজিয়ে
রক্তে তুফান তোলে।
কত শত সব ইচ্ছের পাখী
ডানা মেলে বসে আছে,
রাত শেষ হলে দেখি কিছু বাঁচা
বেশীটাই মরে গেছে।

Next Post Previous Post