বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা
জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ জুন দুপুর ১২ টায় নন্দীগ্রাম পৌরসভা ভবনে নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ১০ কোটি ৯৭ লাখ ৫৬ হাজার ২৫৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েলের সভাপতিত্বে এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র আনিছুর রহমান, সচিব আব্দুল বাতেন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, কাউন্সিলর কালিদাস সরকার, আলী হাসান, আব্দুর রশিদ, বেলায়েত হোসেন আদর, জালাল উদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল মান্নান ও হিসাব রক্ষক আবু হাসান সবুজ প্রমুখ। নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল বলেন, নন্দীগ্রাম পৌরসভার সার্বিক বিষয় গুরুত্ব দিয়ে এ বাজেট ঘোষণা করা হয়েছে। উন্নয়ন ও নাগরিক সুবিধার জন্য যথারীতিভাবে বরাদ্দ করা হয়েছে। তা স্বচ্ছতার সহিত বাস্তবায়ন করা হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন