কাহালুর জামগ্রাম ইউনিয়নে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ করলেন চেয়ারম্যান আলমগীর আলম কামাল

কাহালু (বগুড়া) প্রতিনিধি : করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির জরুরী ত্রাণ সামগ্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য সামগ্রী) ৯ম পর্যায়ে বগুড়ার কাহালুর জামগ্রাম ইউনিয়ন পরিষদে সামাজিক দুরত্ব বজায় রেখে ৩’শ জনকে ১০ কেজি করে চাল ও তার সাথে সবজি বিতরণ করা হয়।
উক্ত চাল ও সবজি বিতরণ করেন কাহালুর জামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম (কামাল)।এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, রাসেল মাহমুদ, জামগ্রাম ইউ পি সচিব আলমগীর শেখ, একটি বাড়ী একটি খামারের প্রতিনিধি মাঠ কর্মী আব্দুল মালেক, জামগ্রাম ইউ পি সদস্য মাহফুজা, লক্ষী রাণী, রেজনু পারভীন, ইলিয়াস বাদল (উজ্জল), আব্দুস সামাদ, খোরশেদ আলম, মোশারফ হোসেন, বেলাল হোসেন, রেজাউল, হোসেন আলী, ইউনুস আলী, মোজাহার আলী প্রমূখ।

Next Post Previous Post