চল, ঘুরে আসি
নূর -এ- সিকতা :
আজ বরং –
কবিতার খাতা বন্ধ থাক।
চল, ঘুরে আসি-
তেপান্তর মাঠ, তালদিঘির পাড়;
সবুজের বুকে হেঁটে চলি
অনন্তকাল ধরে।
ঘাসের বুকে সাঁতার কেটে
বেলা বয়ে যাক,
এই বনবীথিকার বুকে
সন্ধ্যা নামুক আকাশ কালো করে;
দু’জনে রেলগাড়ীর মত
ছুটে চলি ফের দিগ্বিদিক।
আজ কবিতারা পড়ে থাক,
মনের খাতায়।
চল, ঘুরে আসি-
দূর থেকে দূরে
অচেনা কোন খানে।
পৃথিবীর রূপ দেখব কবি,
এই হাত তোর হাতে রেখে।
বদলে যাক জীবনের রং
ছুঁয়ে দেখ অবচেতন মন,
কুঁড়ি গুলো কেমন করে
ফুলের মত পাপড়ি মেলে।
চল, ঘুরে আসি
আলো-আঁধারির দেশ
যেখানে, নিঝুম রাতে
জোনাকির পাখায়
মিটিমিটি আলো জ্বলে।