পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু করোনাভাইরাসে আক্রান্ত
রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : মহামারী নভেল করোনাভাইরাস (কোভিড ১৯) আক্রান্ত হয়েছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু। এবিষয়ে উনার ভাতিজা পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ পারভেজ লাভলু জানান, উনার ছোট ভাই সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শামসুল আলম করোনাভাইরাসে আক্রান্ত হন। এর প্রেক্ষিতে লুৎফুর রহমান লেবু গত (১৩ জুন) গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার নমুনা (স্যাম্পল) প্রদান করেন। গতকাল রবিবার (২৮জুন) সন্ধায় তার করোনাভাইরাস (কোভিড১৯) পজেটিভ রিপোর্ট আসে। এবং (১৩ জুন) থেকেই তিনি তার নিজ বাড়িতে হোম কোয়ারান্টিনে রয়েছেন। গত কাল রাতে তার ছোট ভাই গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ফজলুল হক ও তার আত্মীয়-স্বজন তার আসো রোগমুক্তি লাভের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের নিকট দোয়া কামনা করেন।