আত্রাইয়ে সাইক্লোন আম্পানের আঘাতে ফসলি জমিতে ব্যাপক ক্ষতি
মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধি : নওগাঁর আত্রাইিয়ে সাইক্লোন আম্পানের তান্ডবে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। গত কাল (২০ মে) সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে আজ (২১ মে) সকাল ৭টা পর্যন্ত একটানা ভারী বর্ষণের সঙ্গে প্রবল বেগে ঝড়ো হাওয়া বয়ে যায় আত্রাইয়ের উপর দিয়ে। ভারী বর্ষনে চলতি মৌসুমে কিছু এলাকায় চাষকৃত ধান, ভুট্টা ক্ষেতে পানি জমে গেছে। ভেঙ্গে গেছে অনেক কলা ক্ষেত। উপজেলা কৃষি অফিসার কেএম কাওছার হোসেন জানান, ‘আম্পানের প্রভাবে উপজেলার ধান আম, কলা লিচু ও ভুট্টার ক্ষতি হয়েছে। তবে কি পরিমানের ক্ষতি হয়েছে তা নিরুপনে মাঠ পর্যায়ে কাজ করছে উপসহকারী কৃষিকর্মকর্তারা। রিপোর্ট পেলে পরে বলা যাবে। তবে আবহাওয়া পরিস্কার হয়ে গেলে অন্যান্য ফসলের জমিতে জমে থাকা পানি নেমে গেলে তেমন ক্ষতি হবেনা বলে তিনি জানান। এদিকে আম্পানের তান্ডবে উপজেলার প্রায় এলাকাতেই বড় বড় গাছপাল ভেঙ্গে পড়েছে। নওগাঁ -আত্রাই সংযোগ সড়কে বড় বড় গাছ ভেঙ্গে পড়ে যোগাযোগ বিচ্ছিন হয়ে পড়েছে। এছাড়া হাটকালুপাড়া ইউনিয়নে বান্দাইখাড়া বিএম কলেজের টিনের চালাসহ কিছু গ্রামের কিছু কাঁচা বাড়ির ভেঙ্গে গেছে উড়ে গেছে টিনের চালা। উপজেলা জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকলেও বর্তমানে কিছু এলাকায় বিদ্যুৎ চালু করতে সক্ষম হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা জুড়ে গুরি গুরি বৃষ্টির সঙ্গে থেমে থেমে দমকা হাওয়া প্রবাতিহ হচ্ছিলো।