দিনাজপুরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ এর উদ্যোগে ৩০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর : প্রাণঘাতী করোনা দুর্যোগকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় দিনাজপুর জেলা প্রশাসকের সহযোগিতায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ-দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কর্মহীন হয়ে পড়া দিনাজপুর শহরের ৩০০ জন অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ২১ মে, ২০২০ বৃহস্পতিবার দুপুর ১ টায় দিনাজপুর শহরের কাচারী সিএসডি রোডস্হ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ-দিনাজপুর জেলা শাখার কার্যালয়ে দিনাজপুরে করোনা পরিস্থিতি মোকাবেলায় চলমান কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ এর উদ্যোগে শহরের ৩০০ জন অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক আবু সালেহ মো. মাহফুজুল আলম (রাজস্ব), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এইচ. এম. মাগ্‌ফুরুল হাসান আব্বাসী, দিনাজপুর জেলা ত্রাণ পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা আওয়ামীলীগের যুগ্ম – সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবিএম আকরাম হোসেন, দিনাজপুর পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট মোঃ রবিউল ইসলাম রবি, স্পেশাল পিপি এ্যাডভোকেট সামসুর রহমান পারভেজ। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ-দিনাজপুর জেলা শাখার সভাপতি আবদুস সালাম এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক আকরাম হোসেন মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা ওকে সহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে চাল ও জেলা ত্রাণ পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা আওয়ামীলীগের যুগ্ম – সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল এর পক্ষ থেকে আলু বিতরণ করা হয়।

Next Post Previous Post