নন্দীগ্রামে মটরসাইকেল না পেয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

জিল্লুর রহমান রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বাবার কাছে মটরসাইকেল চেয়ে না পেয়ে নাজমুল হোসেন (১৪) নামে এক অষ্টম শ্রেনীর স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। ২ রা মার্চ দুপুরে শয়ন ঘর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নাজমুল হোসেন নন্দীগ্রাম পৌর এলাকার কলেজপাড়ার ইসলাম হোসেনের ছেলে। সে নন্দীগ্রাম মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অষ্টম শ্রেণীতে লেখাপড়া করত। জানা গেছে, নাজমুল হোসেন তার বাবার কাছে বেশ কিছুদিন ধরে মটর সাইকেল কিনে দেয়ার দাবী করে আসছিল। বাবা ইসলাম হোসেন ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ায় তার পক্ষে মটরসাইকেল কিনে দিতে পারেনি। কিন্তু ছেলের দাবী তাকে মটরসাইকেল কিনে দিতেই হবে। মটরসাইকেল না পেয়ে ২ রা মার্চ দুপুরে স্কুল থেকে ফিরে এসে সবার অজান্তে শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তা টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

Next Post Previous Post