গোয়াইনঘাটের গুরুত্বপূর্ণ কিছু ব্রীজ- কালভার্ট সহ বিভিন্ন প্রকল্পের তালিকা মন্ত্রীর নিকট উপস্থাপন করেন চেয়ারম্যান ফারুক আহমদ।
রফিক সরকার গোয়াইনঘাট প্রতিনিধি : বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সাথে সচিবালয়ে তাঁর নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন গোয়াইনঘাট উপজেলার চেয়ারম্যান ফারুক আহমদ। গোয়াইনঘাটের গুরুত্বপূর্ণ কিছু ব্রীজ- কালভার্ট সহ বিভিন্ন প্রকল্পের তালিকা মন্ত্রীর নিকট উপস্থাপন করেন। এসময় মন্ত্রী ডা. মো. এনামুর রহমান সংশ্লিষ্ট দপ্তরকে সকল প্রজেক্টে’র কাজ বাস্তবায়নের জন্য নির্দেশ দেন। দেশের উন্নয়নের স্বার্থে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে টিআর, কাবিটা, কর্মসৃজন এর ব্যাপক উন্নয়নের বার্তা আসবে। এ নিয়ে মন্ত্রী ও চেয়ারম্যান ফারুক আহমদ’র মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ জানান, সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ আসনের সাংসদ সদস্য ইমরান আহমদ’র ঐকান্তিক প্রচেষ্টায় গোয়াইনঘাটকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে সচিবালয়ে মাননীয় মন্ত্রী ডা. মো. এনামুর রহমান সাথে সৌজন্যে সাক্ষাতের সুযোগ হয়। এ উপলক্ষে গোয়াইনঘাট বাসীর জন্য আশার আলো রয়েছে। সেই সাথে সীমন্ত জনপদ গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত জাফলং, বিছানাকান্দী, রাতারগুল সোয়াম ফরেস্ট দেখার জন্য আমন্ত্রণ জানানন চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।