শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আমার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে : নন্দীগ্রামে সংসদ সদস্য মোশারফ হোসেন
জিল্লুর রহমান রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে আমার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। কাহালু-নন্দীগ্রাম উপজেলাবাসী আমাকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করেছে। এ জন্য আমি এলাকার সার্বিক উন্নয়নে সবসময় আন্তরিক রয়েছি। রামকৃষ্টপুর চৌদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করে দেয়া হবে। ২ রা মার্চ বিকেল ৪ টায় উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের রামকৃষ্টপুর চৌদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেন। রামকৃষ্টপুর চৌদিঘী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফাতেমা জোহরার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আকরামুজ্জামান, উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, বিএনপি নেতা শাহ মো. আল হেলাল, বেলায়েত হোসেন আদর, আব্দুল হাকিম, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রউফ রুবেল ও ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ। এরপূর্বে বিকেল ৩ টায় উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার।