জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা
মোঃ রুহুল আমীন আত্রাই প্রতিনিধি : “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে পালিত হেেয়ছে জাতীয় বীমা দিবস। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলার ৬টি বীমা কোম্পানীদের যৌথ আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম এর নেতৃত্বে এ শোভাযাত্রাই আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান ও লাইফ বীমা কোম্পানিগুলোর ম্যানেজার বীমা কর্মী ও কর্মকর্তাসহ বীমা গ্রাহক বৃন্দ।
পরে উপজেলা পরিষদ হল রুমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এর আত্রাই শাখা ম্যানেজার লোকমান হোসেনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম। এসময় বক্তব্য রাখেন আত্রাই থানা অফিসার ইনচার্জ মোসলেম উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার তৌফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, ব্যবসায়ী শামসুল হক, ম্যানেজার আবু জাহেদ ডালিম, চঞ্চল হোসেন প্রমুখ।
সভাপতি মোঃ ছানাউল ইসলাম স্মৃতিচারণ করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ই›স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বীমা পেশায় তার যোগদানের দিনটিকে স্মরণে রাখতে বাংলাদেশ সরকার ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে।