বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১ মার্চকে বীমা দিবস হিসেবে যথাযথ মর্যাদায় পালন করছে

সরকার রফিক সরকার গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটে ১ মার্চকে বীমা দিবস হিসেবে যথাযথ মর্যাদায় পালন করছে উপজেলা প্রশাসন। গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ১ম জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে রবিবার সকাল ১১ টায় র্যালী ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিবের সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা সুসন্তান দাসের পরিচালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। বঙ্গবন্ধুর জন্য এটা ছিল রাজনীতির বাইরে প্রথম কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন। তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১ মার্চকে বীমা দিবস হিসেবে যথাযথ মর্যাদায় পালন করছে সরকার। এবং এই দিন থেকে আগামী বছরের ১৭ মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে পালন করবে সরকার। এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ,গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম উল্লাহ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, সালেহ আহমদ, বিভিন্ন বীমা কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

Next Post Previous Post