রাঙামাটিতে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

রিকোর্স চাকমা, জেলা প্রতিনিধি( রাঙামাটি): বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’- এই প্রতিপাদ্য নিয়ে আজ ১ মার্চ, রোববার দেশের ন্যায় প্রথমবার রাঙামাটিতে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস। এই উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পহেলা মার্চ সকালে পৌর সভা প্রাজ্ঞন থেকে ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয় । র্যালীটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসন কার্যালয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষ্যে আয়োজিত জাতীয় বীমা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসন রাজস্ব শিল্পী রানী রায় সহ হাটাজারী বেসরকারী বীমা সংস্থার সহকারী কর্মকর্তা মোঃ মামুনুর ও জেলার সকল সরকারী বেসরকারী বীমা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জেলা প্রশাসন একে এম মামুনুর রশিদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। বঙ্গবন্ধুর বীমা খাতে যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে গত ১৫ জানুয়ারি আইডিআরএ’র অনুরোধে ১লা মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করে সরকার। উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বছরব্যাপী ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেছে। এছাড়াও চলতি ২০১৯-২০ অর্থবছরের বাজেটেও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের কথা বলা হয়েছে। যাতে করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযথভাবে পালন করা যায়। এছাড়া বীমা খাতকে জনগনের সেবায় আরো নিয়জিত আহবান করেন তিনি।

Next Post Previous Post