নন্দীগ্রামে তিন প্রবাসীর অর্থদন্ড
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা অমান্য করায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন প্রবাসীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২০শে মার্চ সারাদিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এ দন্ডাদেশ দেন। জানা গেছে, হাটুয়া গ্রামের তিনজন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অমান্য করে হাট-বাজারে ঘুরে বেড়াচ্ছিল। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রবাসী সু-প্রকাশ চন্দ্র সরকারের ১০ হাজার টাকা, সদানন্দ সরকারের ১০ হাজার টাকা ও গোপেশ চন্দ্র সরকারের ৩ হাজার টাকা জরিমানা করেন। পাশাপশি তাদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা অমান্য করায় তিন প্রবাসীকে জরিমানা করা হয়েছে। এ নির্দেশনা যেই অমান্য করবে তাকে আইনি আওতায় আনা হবে।