বগুড়ার চন্ডিহাড়া নিমারপাড়ায় বিদ্যুৎ এর সর্ট সার্কিটে বসতবাড়ীতে আগুন,২ লক্ষাধিক টাকা ক্ষতি
এস আই সুমন,মহাস্থান (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের চন্ডিহারা নিমারপাড়া গ্রামে বিদ্যুৎ এর সর্ট সার্কিটে এক বসতবাড়িতে আগুন,অনুমান ২ লক্ষাধিক টাকার ক্ষতি। জানা গেছে, উল্লেখিত গ্রামের মৃত লেদু মিয়ার পুত্র ফরিদ উদ্দিনের বসতবাড়িতে শুক্রবার দুপুর সোয়া ১ টায় জুম্মার নামাজের সময় তার বাড়িতে বিদ্যুৎ এর সর্ট সার্কিটে আগুন লাগলে পরিবারের সদস্যরা টের পেয়ে মোকামতলা ও শিবগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয়।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। এ ঘটনায় ৪ টি পাকা ঘরের আসবাব পত্র সহ অনুমান ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ফরিদ উদ্দিন জানান। তিনি বর্তমানে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের সদস্যরা সরকারী ভাবে বগুড়া জেলা ও শিবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারকে আর্থিক সহায়তা কামনা করেছেন।