সারিয়াকান্দিতে দাম বেশি রাখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
পলাশ,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি বাজারে পেঁয়াজ ও চাউল এর দাম বেশি নেওয়ার কারনে অভিযান চালিয়ে ছয় ব্যবসায়ীকে ৫৪ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২০ মার্চ) বিকেলে সারিয়াকান্দি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মিয়া।
এসময় চাউল ব্যববসায়ী নান্নু এন্টার প্রাইজকে ২০ হাজার, দৌলতজ্জামান মান্নান ১০ হাজার, ইলিয়াস উদ্দিন ৫’হাজার, নজরুল ১৫’হাজার, পেঁয়াজ ব্যবসায়ী মান্নানকে ২’হাজার ও মামুনকে ২’হাজার টাকা জরিমানা করেন। এসময় সারিয়াকান্দি সকল ব্যবসাীদের সতর্ক করেন তিনি।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া বলেন, সারিয়াকান্দি পেঁয়াজ ও চাউলের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারনে আমরা বাজার সহনশীল রাখতে অভিযান পরিচালনা করা হয়। এবং এই অভিযান অব্যাহত থাকবে।