মুজিব জন্মশত বর্ষ উদযাপনে চাম্পাফুল ইউনিয়নে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ঘোষিত বহুমাত্রিক কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৩নং চাম্পাফুল ইউনিয়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা ফেব্রুয়ারী-২০২০ শনিবার বিকাল ৪টায় ৩নং চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ইউনিয়ন সভাপতি ডাঃ আনন্দ কুমার ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রাক্তন মেম্বার রেজাউল ইসলাম বিশ্বাস রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব, কালিগঞ্জ উপজেলা সভাপতি মুকুল বিশ্বাস, সহ-সভাপতি শাহিনুজ্জামান রিপন, যুগ্ন-সাধারণ সম্পাদক বিক্রম পাত্র, আশাশুনি উপজেলা যুব ও ক্রীড়া সম্পাদক ওসমান গনি। অন্যান্যদের আরো বক্তব্য রাখেন রতনপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক হোসেন আলী, আওয়ামীলীগ নেতা আবু হাসান, ইউনিয়ন সহ সভাপতি মাষ্টার অজিত কুমার পাল, যুগ্নসাধারণ সম্পাদক মাষ্টার জয়দেব কুমার দাস, মনোহর চক্রবর্তি, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার বৈদ্য, বিকাশ কুন্ড, সুমন অধিকারী, সুদর্শন পাল, সুব্রত সরকার প্রমুখ। সভায় মুজিব জন্মশত বর্ষ উদযাপনে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে নানামুখি উদ্যোগ গ্রহণ করা হয়।