চৌগাছায় উপজেলা ভাইস চেয়ারম্যানের পক্ষে ছাত্রলীগ নেতার ক্রীড়া সামগ্রী বিতরণ 

এবিএস রনি, যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়ের পক্ষে আজ সকাল ১১টায় ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজ উপজেলার সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম কবীরের হাতে ১সেট ক্রিকেট সামগ্রী তুলে দেয়।  এসময় উপস্থিত ছিলেন, চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হূমায়ূন কবীর সোহেল,অত্র কলেজের প্রভাষক আব্দুল হামিদ,জাহাঙ্গীর আলম,কামরুল ইসলাম,জহিরুল ইসলাম,ক্রীড়া শিক্ষক জাফর ইকবল লিটন,শিক্ষার্থী তুষার,ইকবল,শাকিল,শোভন প্রমুখ। ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল-  ক্রিকেট ব্যাট-বল, ব্যাটিং প্যাড-গ্লাভস, ইউকেট কিপিং প্যাড- গ্লাভস, হেলমেট, স্ট্যাম্পসহ বেল, অ্যাবডেমিনাল গার্ড  ইত্যাদি।
Next Post Previous Post