গোবিন্দগঞ্জে বিএনপির ব্যতিক্রমধর্মী বনভোজন অনুষ্ঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির ব্যতিক্রমধর্মী বিশাল বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক কবির আহমদের পৃষ্টপোষকতায় শুক্রবার রাতে পারগয়রায় এই বনভোজন অনুষ্ঠিত হয়।
বনভোজনে গুমানীগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী মিলে প্রায় দশ সহস্রাধিক জনসাধারণ অংশগ্রহণ করে।
গোবিন্দগঞ্জে বিএনপির এই ব্যতিক্রমধর্মী বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডাঃ ময়নুল হাসান সাদিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল।
গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব হোসেন সওদাগরের সভাপতিত্বে বনভোজনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক কবির আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলতাব হোসেন পাতা, উপজেলা বিএনপির উপদেষ্টা মনছুর আলী মন্ডল, সহ সভাপতি এ্যাড. ওবায়দুল হক সরকার বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন রাজু, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম নবী জুয়েল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ।
গোবিন্দগঞ্জে বিএনপির ব্যতিক্রমধর্মী বনভোজন আয়োজনের মধ্যে ছিল মহিষ, গরু ও খাসির মাংস দিয়ে ভুড়িভোজ, র‌্যাফেল ড্র , আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপির এই বনভোজন উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ইউনিয়ন বাসীর মিলনমেলা হিসেবে দেখছে বনভোজনে অংশগ্রহণকারীরা।

Next Post Previous Post