শ্যামনগর থানা পুলিশের পৃথক অভিযানে গরু ও অস্ত্র সহ আটক-৫
আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গরু ও অস্ত্র সহ ৫ জনকে আটক করতে সক্ষম হয়েছে। আজ সাতক্ষীরার আদালত সূত্রে জানা গেছে, ৩১জানুয়ারি শ্যামনগর থানা পুলিশ এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৪টি ভারতীয় গরু সহ আসামী ১। গাবুরা গ্রামের মোঃ গবুর আলি গাইনের দুই ছেলে যথাক্রমে মোমিন আলী গাজী (৪৫), ২। সুবিদ আলী গাজী (৩৫), এবং ১টি পাইপগান ২ টি শর্টগানের কার্তুজ, দুটি রামদা সহ চাচাই গ্রামের মৃত্যু অজেদ আলির ছেলে ১। মোকছেদ আলী সানা (৬৫), ২। কালিগজ্ঞ থানার হোগলা গ্রামের মৃত্যু সাখাওয়াত আলীর ছেলে মোঃ খোরশেদ আলী মোল্লা (৫০) দ্বয়কে ডাকাতির প্রস্তুতি কালে গ্রেফতার করা হয় এবং নিয়মিত মামলায় ধাপুয়ার চক গ্রামের আফছার আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম কে আটক করিয়া আজ ১লা জানুয়ারি সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।