গোবিন্দগঞ্জে ৪১৭ পিচ ফেনসিড্রিল উদ্ধার, আটক ৩
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪১৭ পিচ ফেনসিড্রিল উদ্ধার, আটক ৩।
অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গাইবান্ধা’র নেতৃত্বে সাব ইন্সপেক্টর মোঃ সফিউল ইসলাম সংগীয় ফোর্সসহ ডিবির একটি চৌকস টিম গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানাধীন কোমরপুর বাজারের নিকট একটি ইজিবাইক অটো আটক করে। ৩১ জানুয়ারী দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন আন্তঃজেলার ফেনসিড্রিল সম্রাজ্ঞী ১।মোছাঃ মাহমুদা বেগম (৬০)স্বামী আফজাল ২।মোছাঃ আলফাতুন বেগম সুমি(২৮) স্বামী মারুফ সাং রামচন্দ্র পুর দোওলা পাড়া দের দেহে ও ৩।মোঃ রবিউল ইসলাম পিংমৃত মমতাজ আলি সাং ঝাঝিরা সকলের থানা ফুলবাড়ি জেলা দিনাজপুর এর অটোগাড়ীতে রহ্মিত ২টি চটের বেগুনের বস্তায় মোট ৪১৭ পিচ নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেনসিড্রিল ও ৩৫ কেজি বেগুনসহ আটক করে।
তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানার মামলা নং-৩৯তারিখ ৩১/১/২০২০ইং, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) টেবিল১৩(গ)/ ১৪(গ)/৪১ দায়ের করা হয়।